শিক্ষা খবরশিক্ষা নিউজ

সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পরীক্ষা পেছানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হলে পেছানো হবে। তবে আশা করছি এপ্রিলের আগেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসবে।

সেবার ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার একদিন পর ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যে গত বছরের ২ এপ্রিল সারাদেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Asked whether the exams would be postponed, he said, “If there is a situation like postponing the exams, it will be postponed.” But I hope Corona will get the situation under control before April. 1 lakh 22 thousand 84 people applied to participate in the admission test against 4 thousand 350 seats in 36 government medical centers. More than 1 lakh 18 thousand students were present in the examination. The results were released on April 4, one day after the admission test. In this context, 46 thousand 975 people passed. Among the corona epidemics, the medical admission test was held simultaneously in the academic year 2020-21 on April 2 last year.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group