শিক্ষা খবর

আগামাী ১ এপ্রিল এমবিবিএস ভর্তি পরীক্ষা

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার একটি খসড়া নীতিমালা তৈরি করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই নীতিমালা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এটিতেই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ২০২১-২২ সালে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। এই নীতিমালার আলোকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নীতিমালা প্রণয়নকারী কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, আগামাী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আগের মতোই সম্পূর্ণ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত নীতিমালার আলোকেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

According to the Department of Health Education and Family Welfare, the Department of Health Education had prepared a draft policy for this year’s MBBS and BDS admission test. This policy was sent for approval. This is where the final approval has been given. The medical and dental admission test policy for the 2021-22 academic year has been finalized. An admission test will be held in light of this policy. Talking to the policymakers, it is learned that final approval has been given for conducting the MBBS admission test on April 1 and BDS admission test on April 22. Besides, admission tests will be conducted in light of the complete syllabus as before. The Department of Health Education will publish the admission notification in light of the policy regarding admission tests.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group