শিক্ষা নিউজ

সুভা গল্পের সৃজনশীল MCQ প্রশ্ন ও উত্তর

সুভা গল্পের সৃজনশীল MCQ প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন : জন্মের কিছু পর গফুর সাহেব বুঝতে পারেন তার সদ্যোজাত মেয়েটি চোখে দেখতে পায় না। এমনিতেই তার প্রত্যাশা ছিল ছেলে সন্তানের। অথচ জন্মালো মেয়ে, তাও আবার অন্য। তাই স্ত্রীর প্রতি তার দারুণ ক্ষোভ, সন্তানের প্রতিও তার সীমাহীন অবহেলা।
ক. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?
খ. ‘আমাকে সবাই ভুলিলে বাঁচি’ সুভার এমন মনোভাবের কারণ কী?
গ. উদ্দীপকের সদ্যোজাত মেয়েটির সাথে ‘সুভা’ গল্পের সুভার সম্পর্ক নির্ণয় করো।
ঘ. ‘গল্পের সুভা উদ্দীপকের সদ্যোজাত মেয়েটির চেয়ে বেশি সহানুভূতি পেয়েছে’- মন্তব্যটি বিশ্লেষণ করো।

৩ নম্বর প্রশ্নের উত্তর

ক. প্রতাপ সুভাকে ‘সু’ বলে ডাকত।

খ. বাক্প্রতিবন্ধী হওয়ার কারণে সুভা প্রশ্নোক্ত মনোভাব পোষণ করত।
বাবা-মায়ের ছোটো মেয়ে সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। নিজের এমন দুর্বলতায় সুভা নিজেকে অসহায় মনে করত। সে সাধারণের দৃষ্টিপথ হাতে নিজেকে সর্বদা গোপন করে রাখত। বাক্প্রতিবন্ধী হওয়াটাকে সে অভিশাপ মনে করত। তাকে সবাই ভুলে গেলেই সে যেন স্বস্তি পেত।

গ. প্রতিবন্ধিতার দিক থেকে উদ্দীপকের সদ্যোজাত অন্ধ মেয়েটির সাথে ‘সুভা’ গল্পের বাকপ্রতিবন্ধী সুভার সম্পর্ক রয়েছে।
“সুভা” গল্পে সুভা পরিবারের ছোটো মেয়ে। কিন্তু সে কথা বলতে পারে না। জন্ম থেকে মেয়ের এমন অবস্থায় সুভার মা চরম বিরক্ত। তিনি মেয়ের বোবা হওয়াকে নিজের অসম্পূর্ণতা মনে করেন।
উদ্দীপকের সদ্যোজাত মেয়েটির বাবার প্রত্যাশা ছিল ছেলে সন্তানের। কিন্তু ছেলের পরিবর্তে মেয়ে হওয়ায় তিনি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট। উপরন্তু মেয়েটি হয়েছে জন্মান্ধ। তাই স্ত্রীর প্রতি তার সীমাহীন ক্ষোভ এবং সদ্যোজাত মেয়েটির প্রতিও তার দারুণ অবহেলা। উদ্দীপকের সদ্যোজাত এই মেয়েটি যেন ‘সুভা’ গল্পের সুভারই অন্যরূপ। সুভাও জন্ম থেকে কথা বলতে পারে না। তাকে নিয়ে পরিবারের দুশ্চিন্তার অন্ত নেই। এদিক থেকে উদ্দীপকের সদ্যোজাত মেয়েটি ‘সুভা’ গল্পের সুভার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

টর্ট আইন

ঘ. উদ্দীপকের সদ্যোজাত মেয়েটির প্রতি বাবার অবহেলা ও ‘সুভা’ গল্পের সুভার প্রতি পিতার সহানুভূতির সাহচর্য উক্তিটিকে যথার্থ করেছে।
“সুভা” গল্পে সুভা পরিবারের ছোটো মেয়ে। সে বোবা হওয়ায় মা তার প্রতি বিরক্ত হলেও বাবা তাকে ভালোবাসেন। এছাড়াও প্রতাপ ও প্রকৃতির নিবিড় সাহচর্যও সে দারুণভাবে উপভোগ করে।
উদ্দীপকের সালোলিত মেয়েটি অন্ধ হওয়ায় বাবা তাকে অবহেলা করেন। মেয়েটির বাবার প্রত্যাশা ছিল ছেলে সন্তানের। কিন্তু ছেলেতো হলোই না বরং যে মেয়েটি জন্ম নিয়েছে সেও অন্ধ। তাই দেয়েটির প্রতি তার বাবার সীমাহীন অবহেলা পরিলক্ষিত হয়। সে কোনো সহানুভূতি পায় না।
‘সুভা’ গল্পের সুভা জন্ম থেকে বোবা। কথা বলতে না পারলেও প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক। নদীর ধারে বসে বসে সে নির্জন প্রকৃতিতে নিজেকে খুঁজে পায়। মনে হয় প্রকৃতির ভাষা সে বোঝে, প্রকৃতিও তার ভাষা বোঝে। তবে সুভার বাকপ্রতিবন্ধী হওয়াকে তার মা নিজের গর্ভের কলঙ্ক মনে করে। তাই তিনি সুভার প্রতি বিরক্তি ও অবহেলা প্রদর্শন করেন। কিন্তু সুভার বাবা সুভাকে অনেক ভালোবাসেন। গোঁসাইয়ের ছোটো ছেলে প্রতাপের সাহচর্যও সুভার নিঃসঙ্গতাকে লাঘব করে। সুভার প্রতি এমন সহানুভূতি থাকলেও উদ্দীপকের মেয়েটি তা থেকে বঞ্চিত। তাই বলা যায়, প্রশ্নোন মন্তব্যটি যথার্থ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group