বিসিএসরেজাল্ট

৪১তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল ২০২২ প্রকাশ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল ২০২২ প্রকাশ । ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এর আগে ২৯ জুলাই এ ফল প্রকাশ হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে ওই তারিখে ফল প্রকাশিত হয়নি। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গত ১৬ জুলাই জানিয়েছিলেন লকডাউন শিথিলের এক সপ্তাহের মধ্যে ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

Preliminary results of 41st BCS 2022 published. The results of the 41st BCS preliminary examination have been published. The results of the examination were released on Sunday by the Bangladesh Public Service Commission (PSC). Besides, to know the result in SMS, you have to write BCS from Teletalk mobile, write 41 with space, send registration number with space and send to 16222. The result will be known in the return SMS. Earlier, there were rumors that the results would be released on July 29. However, the results were not released on that date. PSC chairman. Sohrab Hossain said on July 16 that the results of the 41st BCS will be released within a week of the lockdown. 21,057 have passed the written test. The results will be known through SMS on the Commission’s website as well as on mobile.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group