পরীক্ষা

আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি বছরের এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। সে সিলেবাসও শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান।

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Speaking at a press conference on Thursday (November 18) in the meeting room of the Ministry of Education on this year’s HSC examination, the minister said that next year also there will be a short syllabus examination. That syllabus has also been given to the students. They could not take classes in the classroom this year. That is why the HSC examination of 2022 will be a bit late. Responding to a question from reporters, the education minister said there could be some changes at the start of public examinations to avoid traffic jams. That issue has been discussed. However, no changes are being considered during the exams to avoid traffic jams this year. This year’s HSC and equivalent examinations will start on December 2. More than 13 lakh 99 thousand candidates are taking part in this examination.

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, ট্রাফিক জ্যাম এড়াতে পাবলিক পরীক্ষা শুরুর সময় কিছুটা পরিবর্তন হতে পারে। সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে চলতি বছর জ্যাম এড়াতে পরীক্ষার সময় পরিবর্তনের কিছু ভাবা হচ্ছে না। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষার ১৩ লাখ ৯৯ হার বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group