প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: পদার্থবিজ্ঞান ২য় পত্র

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: পদার্থবিজ্ঞান ২য় পত্র। এইচএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. জনি ও জিহানের জন্ম 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়। যখন তাদের বয়স 25 বছর তখন জয় 100 m লম্বা একটি নভোযানে মহাশূন্যে পাড়ি দেয়। জনি গতিশীল যানটির দৈর্ঘ্য 60 m দেখতে পেল। সে 42 বছর মহাশূন্যে ভ্রমণ করে ফিরে আসে।

ক. সূচন কম্পাঙ্ক কী?
খ. নিউটনীয় বলবিদ্যা অনুসারে প্রাপ্ত গতিশক্তি ও তত্ত্ব অনুসারে গতিশক্তি এক নয়-ব্যাখ্যা কর।
গ. জনির নভোযানটির বেগ নির্ণয় কর।
ঘ. জনি স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।

২. বিজ্ঞানের ছাত্র জিলহাস বায়ু মাধ্যমে একটি উত্তল লেন্সের সামনে 30 cm দূরে বস্তু রেখে 45 cm পিছনে বিম্ব দেখতে পেল। এরপর লেন্সটিকে সে পানিতে ডুবিয়ে একই দূরত্বে বস্তু রেখে বিম্ব পর্যবেক্ষণ করল। উল্লেখ্য লেন্সটির ১ম ও ২য় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 cm ও 30 cm এবং বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1:33।

ক. নূন্যতম বিচ্যুতি কোণ কাকে বলে?
খ. প্রিজমে লাল বর্ণের চেয়ে বেগুনী বর্ণ বেশি বিচ্যুত হয়- কেন?
গ. উদ্দীপকের লেন্সটির বায়ুতে প্রতিসরণাঙ্ক নির্ণয় কর।
ঘ. লেন্সটি পানিতে ডুবালে ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ করে দেখাও।

৩. কোন ট্রানজিস্টরে 8.0 mA নিঃসারক প্রবাহ পরিবর্তনের জন্য 7.0 mA সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটল।

ক. ডোপিং কাকে বলে?
খ. ডার্ক ম্যাটার বলতে কী বুঝ?
গ. প্রবাহ বিবর্ধন গুণক বের কর।
ঘ. ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক ও প্রবাহ লাভ একই হবে কী? গাণিতিক বিশ্লেষণপূর্বক মন্তব্য কর।

৪. CPSCR এ পদার্থবিজ্ঞান ল্যাবে ২০১৩ সালে ১৫ গ্রাম পরিমাণ একটি তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছিল। ২০১৮ সালে দেখা গেল ঐ পদার্থের মাত্র ৮ গ্রাম অবশিষ্ট আছে।

ক. আলোর বিক্ষেপণ এর সংজ্ঞা দাও।
খ. বিটা কণা ক্ষয়ের সময় নিউক্লিয়াস হতে ইলেকট্রন নির্গত হয়- ব্যাখ্যা কর।
গ. পদার্থটির অর্ধায়ু নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের তথ্যমতে ২০২৫ সালে পদার্থটির কিছু পরিমাণ অবশিষ্ট থাকবে কি না? গাণিতিক ব্যাখ্যা দাও।

৫. দুটি গোলকে 3C করে চার্জ স্থাপন করে এদরে 5 তড়িৎ মাধ্যমাংক বিশিষ্ট মাধ্যমে 50 cm দূরত্বে স্থাপন করা হলো। তাদেরকে অপর একটি অচার্জিত গোলকের সাথে পর্যায়ক্রমে স্পর্শ করে উভয় গোলক হতে 50 cm দূরত্বে রাখা হলো।

ক. বলনল কি?
খ. ধারকের মাঝখানে অন্তরক পদার্থ রাখা হয় কেন?
গ. অচার্জিত বস্তু দ্বারা স্পর্শ করার পূর্বে কুলম্ব বল কত?
ঘ. স্পর্শ করার পর উভয় গোলকের মধ্যে ক্রিয়াশীল বলের মান সমান হবে কি না যাচাই কর।

৬. ফটো তড়িৎ ক্রিয়া প্রদর্শনের ফলে দেখা গেল পটাশিয়াম ধাতুর উপর 5000 A তরঙ্গদৈর্ঘ্যরে আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। কিন্তু 2000 Aতরঙ্গদৈর্ঘ্যরে আলো আপতিত হলে ইলেকট্রন নিঃসরিত হয়ে গতি প্রাপ্ত হয়।

ক. পারস্পরিক আবেশ কাকে বলে?
খ. সূর্য কৃষ্ণগহ্বরে পরিণত হলে পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
গ. উদ্দীপকের তথ্য অনুসারে পটাশিয়াম ধাতুর কার্যাপেক্ষক কত ইলেকট্রন-ভোল্ট?
ঘ. উদ্দীপকের তথ্য অনুসারে ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত না হওয়ার কারণ কী? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।

৭. 50 MW ক্ষমতাসম্প্ন একটি বিদ্যুৎ কেন্দ্র 12 KV পার্থক্যের বিদ্যুৎ উৎপনড়ব করে। উৎপাদিত বিদ্যুৎ 50 km দূরের উপকেন্দ্রে পাঠানোর জন্য একটি আরোহী ট্রান্সফর্মার ব্যবহার করা হলো। ট্রান্সফর্মারের মূখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1 : 22 এবং পরিবাহী তারের প্রতি কিলোমিটারের রোধ .15 ।

ক. হেনরীর সংজ্ঞা দাও।
খ. দুটি কুন্ডলীকে পাশাপাশি রেখে মুখ্য কুণ্ডলীতে প্রবাহের
পরিবর্তন ঘটালে মুখ্য কুণ্ডলীতে স্বকীয় আবেশ এবং গৌণ কুণ্ডলীতে পারস্পরিক আবেশ সৃষ্টি হয়- ব্যাখ্যা কর।
গ. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ এর পরিমাণ অ্যাম্পিয়ার এককে নির্ণয় কর।
ঘ. উপকেন্দ্রে বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে ট্রান্সফর্মার ব্যবহারে সিস্টেম লস অনেকাংশে কিভাবে কমানো সম্ভব হয় তা গাণিতিক বিশ্লেষণ কর।

৮. ইফতি 20 cm ফোকাস দূরত্বের দুইটি সদৃশ উত্তল লেন্স নিল। যাদের উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমান। সে লেন্স দুটি পরস্পরের সংস্পর্শে রেখে 15 cm দূরে একটি বস্তু রেখে সৃষ্ট বিম্ব পর্যবেক্ষণ করলো। এবার সে লেন্সদ্বয়ের মাঝখানে পানি দিয়ে একই অবস্থানের বস্তুর জন্য সৃষ্ট বিম্বটি পর্যবেক্ষণ করলো।

ক. কখন নিউট্রন নক্ষত্র পালসারে পরিণত হয়?
খ. চিড় থেকে পর্দা অতি নিকটে থাকলে অপবর্তন অবলোকন করা যায় না কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের লেন্স দুটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর।
ঘ. লেন্সদ্বয়ের মাঝখানে পানি রাখার পর প্রতিবিম্বের কি কি পরিবর্তন সে পর্যবেক্ষণ করে? গাণিতিভাবে ব্যাখ্যা কর।

৯. একটি নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে ২০০ পস এবং ১০ পস।

ক. ফার্মাটের নীতি কী?
খ. লেন্স ও প্রিজমের মধ্যদিয়ে প্রতিসরণের তুলনা কর।
গ. নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির নলের দৈর্ঘ্য নির্ণয় কর।
ঘ. যখন একটি বস্তুকে অসীমে ও স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখা হয় তখন কোন ক্ষেত্রে উদ্দীপকের যন্ত্রটির বিবর্ধন বেশি হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১০. একটি কাল্পনিক চলমান ট্রেনে একটি বস্তুর ভর 100 কেজি এবং দৈর্ঘ্য নিশ্চল দৈঘ্যের 50%।

ক. কার্য অপেক্ষক এর সংজ্ঞা দাও।
খ. জরুরী প্রয়োজন ছাড়া আমাদের এক্স-রে করা উচিত নয়- ব্যাখ্যা কর।
গ. কাল্পনিক ট্রেনটির গতিবেগ নির্ণয় কর।
ঘ. ট্রেনটি থেমে গেলে বস্তুটির ভরের কোনো পরিবর্তন হবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১১. একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 64 cm এবং পাকসংখ্যা 400। এর মধ্যদিয়ে 3.1 A তড়িৎ প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীর কেন্দ্রে একটি আয়তাকার কুণ্ডলী রাখা আছে যার দৈর্ঘ্য 5 cm, প্রস্থ 3 cm, পাকসংখ্যা 500 এবং প্রবাহমাত্রা 4 A।

ক. লরেঞ্জ বল কাকে বলে?
খ. ডায়াচৌম্বক পদার্থে চৌম্বক মোমেন্ট থাকে না কেন?
গ. কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের পরিমাণ নির্ণয় কর।
ঘ. কুণ্ডলীদ্বয়ের তল পরস্পর লম্ব অবস্থায় থাকলে টর্কের মান কিরূপ হবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।

১২. একটি কার্বন খণ্ড থেকে 10 pm তরঙ্গদৈর্ঘ্যরে X রশ্মি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানায় বিক্ষিপ্ত বিকিরণটি আপতিত রশ্মির দিকের সাথে 60° কোণে বিক্ষিপ্ত হয় এবং ইলেকট্রনটি আলোক দ্রুতির 90% দ্রুতিতে গতিশীল হয়।

ক. মহাকর্ষীয় তরঙ্গ কাকে বলে?
খ. লরেন্টজ রূপান্তর থেকে কিভাবে গ্যালিলিও রূপান্তরে পৌছা যায় দেখাও।
গ. বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক কত?
ঘ. উদ্দীপকের উল্লিখিত ঘটনা শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কি-না তা গাণিতিকভাবে যাচাই কর।

১৩. A ও B দুইটি ইঞ্জিন একসাথে কাজ করে। A ইঞ্জিন 600 K তাপমাত্রার উৎস থেকে তাপগ্রহণ করে TK তাপমাত্রায় তাপগ্রাহকে তাজ বর্জন করে। B ইঞ্জিন TK তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে 150 K তাপমাত্রার তাপগ্রাহকে তাপ বর্জন করে।

ক. অন্তঃস্থ শক্তির সংজ্ঞা দাও।
খ. dQ ও dW কখন ধনাত্মক ও ঋণাত্মক হয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের A ও B ইঞ্জিনের দক্ষতা একই হলে T এর মান নির্ণয় কর।
ঘ. যদি উদ্দীপকের A ও B ইঞ্জিনের দক্ষতা সমান না হয়ে সম্পাদিত কাজের পরিমাণ সমান হয় তবে উভয় ইঞ্জিনের এন্ট্রপির পরিবর্তন সমান হবে কি নাা- যাচাই কর। (ধর উভয় ইঞ্জিনে একই ভরের কার্যনির্বাহী পদার্থ ব্যবহৃত হয়েছে)

১৪. একটি 10 cm এবং 15 cm বক্রতার ব্যাসার্ধের উভোত্তল লেন্স ও একটি সমবাহু প্রিজমের উপাদান একই। পরীক্ষাগারে অনিক লক্ষ করল একটি নির্দিষ্ট রঙের আলো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে আলোক কেন্দ্র থেকে 0.25 cm দূরে মিলিত হয়। আবার প্রিজমের প্রথম প্রতিসরণ তলে একই আলোক রশ্মিটি 50° কোণে আপতিত হয়ে দ্বিতীয় প্রতিসরণ তলে নির্গত হয়।

ক. সমবর্তন কাকে বলে?
খ. অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব পর্দায় উৎপত্তি হয় কি-না? ব্যাখ্যা কর।
গ. লেন্সটির উপাদনের প্রতিসরাংক কত?
ঘ. প্রিজমে আপতিত রশ্মিটি নূন্যতম বিচ্যুতি কোণে নির্গত হবে কি না- যাচাই কর।

১৫.ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের জীববিজ্ঞান ল্যাবরেটরিতে একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 cm ও 5 cm। চূড়ান্ত বিম্ব অভিনেত্র থেকে 25 cm দূরে দৃষ্টি হলে লেন্সদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 16 cm হয়।

ক. ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে?
খ. ট্রান্সফর্মারের কোর তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন?
গ. অভিলক্ষ্য লেন্সে সৃষ্ট প্রতিবিম্ব অভিনেত্র হতে কত দূরত্বে গঠিত হবে নির্ণয় কর।
ঘ. অভিলক্ষ্য লেন্সে বিবর্ধন ও চূড়ান্ত বিবর্ধনের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর।

১৬.রাজুর ভর 60 kg এবং বয়স 35 বছর। সে 0.6 c বেগে মহাকাশ যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেল। তার যমজ ভাই সাজুর বয়স যখন 70 বছর তখন সে পৃথিবীতে ফিরে এল।

ক. দৈর্ঘ্য সঙ্কোচন কী?
খ. আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য দুটি লিখ।
গ. মহাকাশে রাজুর ভর নির্ণয় কর।
ঘ. উভয়ের বর্তমান বয়স একই হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।।

১৭. সংযুক্তা ও সংহিতা ১৯৯২ সালে জন্মগ্রহণ করে যখন অমৃত লাল দে কলেজ প্রতিষ্ঠিত হয়। তাদের বয়স যখন 25 বছর তখন সংযুক্তা 120 m লম্বা একটি মহাশূন্য যানে মহাশূন্যে পাড়ি দেয়। সংহিতা গতিশীল যানটির দৈর্ঘ্য 72 m দেখতে পেল। সংযুক্তা কলেজের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 24 বছর মহাশূন্য ভ্রমণ করে ফিরে আসবে।

ক. কম্পটন ক্রিয়া কী?
খ. এক্স রশ্মি উৎপাদন এবং আলোক তড়িৎ ক্রিয়ার সাহায্যে ইলেকট্রন উৎপাদন পরস্পর বিপরীত ক্রিয়া- ব্যাখ্যা কর।
গ. সংযুক্তার মহাশূন্যযানের বেগ নির্ণয় কর।
ঘ. সংযুক্তা অমৃত লাল দে কলেজের “পঞ্চাশ বছর” পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা- তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।

The hsc exam is given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to the HSC students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group