শিক্ষা নিউজ

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস PDF Download

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস PDF Download

বিষয়:-স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আব্যশিক)
অধ্যায়:-০১– স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরিধি ও পরিচিতি।
অধ্যায়:-০২– দেশ ও জনগোষ্ঠীর পরিচয়।
অধ্যায়:-০৩– অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি (১৯৪৭)।
অধ্যায়:-০৪– পাকিস্তান রাষ্ট্র কাঠামো ও বৈষম্য।
অধ্যায়:-০৫– ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা।
অধ্যায়:-০৬– সামরিক শাসন: আইয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল (১৯৫৮-১৯৭১)।
অধ্যায়:-০৭– জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধীকার আন্দোলন।
অধ্যায়:-০৮– ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১১ দফা আন্দোলন।
অধ্যায়:-০৯– ১৯৭০ এর নির্বাচন,অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা।
অধ্যায়:-১০– মুক্তিযুদ্ধ ১৯৭১।
অধ্যায়:-১১– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল,১৯৭১-১৯৭৫।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস PDF Download

টর্ট আইন

স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস PDF Download

(স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস) পরীক্ষার প্রশ্নের উত্তর

ক বিভাগ

ক) কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ঐতরেয় আরন্যক গ্রন্থে |ui
খ) পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে?
উত্তর: চাঁদপুরে |
গ) ”লাহোর প্রস্তাব” কে উত্থাপন করেন?
উত্তর: এ কে ফজলুল হক |
ঘ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালে |
ঙ) পাকিস্থানের সংবিধানে কখন বাংলাভাষাকে রাষ্টভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর: ১৯৫৬ সালে |
চ) মৌলিক গনতন্ত্রের কত জনের ভোটাধিকার ছিল?
উত্তর: ৮০,০০০ জনের |
ছ) ‘EBDO’ এর পূর্ণরুপ কী?
উত্তর: Elective Bodies Disqualification Order |
জ) আগড়তলা ষড়যন্ত্র মামলার কত জনকে আসামী করা হয়েছিল?
উত্তর: ৩৫ জন |
ঝ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দিন আহমেদ |
ঞ) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারী |
ট) মুক্তিযুদ্ধের সর্বচ্চ খেতাব ক?
উত্তর: বীরশ্রেষ্ঠ |
ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালে |

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group