শিক্ষা খবরশিক্ষা নিউজ

কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণির ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ ২০২২

কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণির ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ ২০২২।বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। নির্ধারিত ওয়েবসাইটে (http://board6.xiclassadmission.gov.bd/board/viewResult22) রোল নম্বর ও রেজিস্টেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা কলেজে ভর্তির ফল দেখতে পারবেন।গত ৩০ ডিসেম্বর ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। গড় পাস করেন ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। বোর্ড জানিয়েছে, তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি। ক্লাস শুরু হবে ২ মার্চ।

The results of the third phase of admission to class XI in colleges and madrasas are 2022. The results of the third phase of admission to class XI in various colleges and madrasas have been published. The results were published on the central admission website on Tuesday. Students can view the college admission result by giving roll number and registration number on the designated website (http://board6.xiclassadmission.gov.bd/board/viewResult22). The results of SSC and equivalent examinations were released on December 30, 2021.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group