শিক্ষা খবরশিক্ষা নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের ছুটি শুরু ১৯ মার্চ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের ছুটি শুরু ১৯ মার্চ।আজ ১০ ই এপ্রিল, এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরী সেবাগুলো বলবৎ থাকবে। করোনার দীর্ঘ ১৭ মাস বন্ধের পর গত ৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস কার্যক্রম শুরূ হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গ্রীষ্মকালীন, মহান মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি ১৯ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো.বাহাউদ্দিন গোলাপ এ তথ্য জানিয়েছেন।

The summer and Eid-ul-Fitr holidays at Barisal University started on March 19. Today, April 10, the matter has been informed in a notification. The notification further said that other emergency services including security will remain in force during the closure of the university. After a long 18-month closure of Corona, the physical activities of the university started last 4th November. Summer, Great May Day, Shabe Kadar, Jumatul Bida, and Eid-ul-Fitr holidays at Barisal University (Bobby) from 19 March to 23 May. Deputy Registrar of the University Md. Bahauddin Golap has given this information.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group