শিক্ষা খবরশিক্ষা নিউজ

সেরা ২০ বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং প্রকাশিত হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং প্রকাশিত হয়েছে । ২০১৭ সালের র‍্যাংকিংয়ের সঙ্গে তুলনা করলে এ বছরের সবচেয়ে বড় পরিবর্তন হলো নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম অবস্থানে চলে আসা। পারসেপচুয়াল স্কোরে এই বিশ্ববিদ্যালয় ২০১৭ সালে প্রথম হওয়া ব্র্যাক ইউনিভার্সিটিকে টপকে গেছে। এ বছর র‍্যাংকিংয়ে তাদের সীমানা বেড়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি যেখানে ফ্যাকচুয়াল স্কোরে বেশি পেয়েছে, পারসেপচুয়াল স্কোরে বেশি পাওয়ায় নর্থ সাউথ প্রথমে চলে এসেছে।

নর্থ সাউথ এবং ব্র্যাকের স্কোর অবশ্য খুবই কাছাকাছি- ৭৭.১১ এবং ৭৫.৬৩। ২০১৭ তে ব্র্যাকের স্কোর ছিলো ৭৮.৯৫, নর্থসাউথ এর ৭১.১৩।

দেশের অন্যতম পুরনো ও বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গতবারের সপ্তম অবস্থান থেকে তৃতীয় অবস্থানে চলে এসেছে। ফ্যাকচুয়াল স্কোর বাড়ার কারণেই তাদের এ উন্নতি হয়েছে।

এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন- নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্টের পরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউল্যাব এবং সবশেষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক- এই সবগুলোই ২০১৭ এর সেরা দশের মধ্যে ছিল।

সেরা ২০ বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং

বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং 

বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং: নর্থ সাউথ ইউনিভার্সিটি শীর্ষে এদের সবাই ১০০ তে ৬০+ স্কোর পেয়েছে যেখানে ২০১৭ তে সেরা দশের আসার জন্য ৫৬.৪৭ ছিল সর্বনিম্ন স্কোর। এতে বোঝা যায় যে সেরা প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থান ধরে রাখার বিষয়ে সচেতন।

তালিকার বাকি ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা এসেছে তারা ৫০ থেকে ৫৯ স্কোর পেয়েছে। সেরা দশের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যথাক্রমে তিন ও এক ধাপ এগিয়েছে এবং অন্যরা এক ও তিন ধাপ পিছিয়েছে। এরপরের ১০টি ক্যাটাগরিতে (১১-২০) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং প্রথমবার র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হলেও ১১তম অবস্থানে এসেছে।

আরো পড়ুন- এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় তালিকা

এছাড়া অন্যান্যদের মধ্যে গ্রিন ইউনিভার্সিটির বড় ধরনের অগ্রগতি হয়েছে, তারা এগিয়েছে আট ধাপ। এরপরেই ভালো অগ্রগতি হয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির, যথাক্রমে সাত ও ছয় ধাপ এগিয়েছে তারা। মূলত ফ্যাকচুয়াল স্কোর বাড়ার ফলেই তাদের এই অগ্রগতি ।

এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইতিবাচক পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশে মোট বেসরকারি বিশ্ববিদ্যালইয়ের সংখ্যা ১০১টি হলেও ৩৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিং-এ অন্তর্ভুক্ত হয়েছে। যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের কিছুর রয়েছে ইউজিসি অনুমোদন সংক্রান্ত জটিলতা। তবে বেশিরভাগই অন্তর্ভুক্ত না করার কারণ হচ্ছে, এগুলো খুবই নতুন এবং মাত্র এক অথবা দু’টি বিভাগে তাদের মানদণ্ড সঠিক জায়গায় রয়েছে। তাই যেসব বিশ্ববিদ্যালয়ের বহু বিভাগ রয়েছে এবং এতো বছরে প্রচুর স্নাতক তৈরি হয়েছে তাদেরকেই মূলত এই তালিকায় আনা হয়েছে।

র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, নর্থ সাউথ, ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পরে স্বল্প ব্যবধানে যথাক্রমে আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

২০১৯ এর র‍্যাঙ্কিয়ে যেসব পরিবর্থন এসেছে

গতবারের র‍্যাঙ্কিং-এর সাথে তুলনা করলে দেখা যায়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এ বছর ব্র্যাক ইউনিভার্সিটিকে টপকে প্রথম হয়েছে, আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) চার ধাপ উপরে উঠে এসে অবস্থান নিয়েছে তিন-এ।

নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্টের পরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউল্যাব এবং সবশেষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক- এই সবগুলোই ২০১৭ এর সেরা দশের মধ্যে ছিল।

এদের সকলেই ১০০ তে ৬০+ স্কোর পেয়েছে যেখানে ২০১৭ তে সেরা দশের আসার জন্য ৫৬.৪৭ ছিল সর্বনিম্ন স্কোর। এটি একটি ধারণা দেয় যে সেরা প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থান ধরে রাখার জন্য সচেষ্ট।তালিকার বাকি ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা এসেছে তারা ৫০ থেকে ৫৯ স্কোর পেয়েছে। সেরা দশের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যথাক্রমে তিন ও এক ধাপ এগিয়েছে এবং অন্যরা এক ও তিন ধাপ পিছিয়েছে।

এরপরের ১০টি ক্যাটাগরিতে (১১-২০) ইনারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং প্রথমবার র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হলেও ১১তম অবস্থানে এসেছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group