পরীক্ষাপ্রশ্ন সমাধান

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ফলাফল 2024

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2024 NSI Exam Question । জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ১৮ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত NSI সহকারি নিয়োগ পরীক্ষার  প্রশ্ন সমাধান নিম্নে দেয়া হল।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই লিংকে ক্লিক করে রেজাল্ট দেখে নিন।
এনএসআই নিয়োগ পরীক্ষার রেজাল্ট লিংক http://nsi.teletalk.com.bd/result/index.php

NSI রেজাল্ট প্রকাশিত হয় ২০ অক্টোবর ২০২৪ ,এনএসআই ফলাফল দেখার অনলাইন লিংক nsi.teletalk.com.bd/result/pr_11post.pdf?

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2024

NSI এর আজকের ওয়াচার কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪
পরীক্ষার তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কর্তৃক ১৭টি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিপুল সংখ্যক প্রার্থী উক্ত পদে নিয়োগ দেওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় ৩ লক্ষ ২ হাজার ৩৭২ জন প্রার্থী উক্ত পদের বিপরীতে আবেদন করে। আবেদন প্রক্রিয়াটি শুরু হয় ৩০ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দে এবং আবেদন প্রক্রিয়াটি শেষ হয় ১৫ই মে ২০২৩ খ্রিস্টাব্দে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় এবং পরীক্ষা সম্পন্ন হয়। এখন আপনারা সবাই উক্ত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান চাচ্ছেন। প্রশ্ন সমাধানটি পেতে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2021

এনএসআই (NSI/CNP) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১
পরীক্ষার তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২১
পদের নাম
ক. কম্পিউটার টেকনিশিয়ান
খ. রেডিও টেকনিশিয়ান
গ. ওয়্যারলেস অপারেটর
ঘ. হিসাবরক্ষক-কাম -ক্যাশিয়ার

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2021

আজকে অনুষ্ঠিত NSI এর ওয়াচার কনস্টেবল এর প্রশ্ন উত্তর nsi watcher constable exam question solution

NSI এর ওয়াচার কনস্টেবল পদের MCQ পরীক্ষার প্রশ্নের সমাধান:- (সম্পূর্ণ সমাধান)
সাধারন জ্ঞান অংশের সমাধান:
১. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ইউনেস্কো
২. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার কোনটি?
উত্তরঃ স্বাধীনতা পুরস্কার
৩. বর্তমানে বাংলাদেশে মোট কতগুলো সিটি কর্পোরেশন আছে?
উত্তরঃ ১২ টি ( দেশের ১২ তম সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ)
৪.নীলগিরি নামক পর্যটন স্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান
৫. SDG এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Sustainable Development Goal
৬. মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কয় নং সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ ২ নং
৭. ২০১৯ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় রানার্সআপ হয় কোন দেশ?
উত্তরঃ নিউজিল্যান্ড
৮. নিচের কোন সালটি অধিবর্ষ (Leap Year)?
উত্তরঃ ২০১৬
৯. ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের প্রচলিত পল্লীগীতি?
উত্তরঃ রংপুর
১০. বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তরঃ ১৬ ই ডিসেম্বর
১১. নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়া। (হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড)
১২. বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের কোন প্রতিষ্ঠানটি কাজ করে?
উত্তরঃ উনিসেফ
১৩. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
উত্তরঃ বাথ
১৪. সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উত্তঃ দিনাজপুর
১৫. জিম্বাবুয়ে দেশটি কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা
১৬. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা
১৭. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তরঃ কর্ণফুলী
১৮. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে কোন সালে?
উত্তরঃ ২০২১
১৯. নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম বারো আউলিয়ার দেশ?
উত্তরঃ চট্টগ্রাম
২০. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ রাঙামাটি
বাংলা অংশের সমাধান:
২১. নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়?
উত্তরঃ মেদিনী (অর্থ পৃথীবি)
২২. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
উত্তরঃ আগাছা
২৩. নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ?
উত্তরঃ বেহেশত
২৪. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এক কথায় কী বলে?
উত্তরঃ শ্রুতিধর
২৫. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ পার্থক্য (ভেদাভেদ)
২৬. ‘অপচয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ সঞ্চয়
২৭. ‘কল্লোল’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ ঢেউ
২৮. নিচের কোননটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
উত্তবঃ অনু + এষণ
২৯. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল-
উত্তরঃ বীরবল
৩০. ‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?
উত্তরঃ উপন্যাস
৩১. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ নিন্দার অযোগ্য
৩২. উপযুক্ত মিল বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
উত্তরঃ A ও C উভয় ( মনিকাঞ্চন যোগ ও সোনায় সোহাগা)
৩৩. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?
উত্তরঃ হস্তিজুথ
৩৪. বাংলা ব্যাকরণে পদ রয়েছে__ প্রকার।
উত্তরঃ ৫ প্রকার
৩৫. লিখিতেছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?
উত্তরঃ লিখছিলেন
৩৬. ‘কাচা ঢিলা’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অসাবধান
৩৭. ‘বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ মুক্ত
৩৮. ‘পোকা-মাকড়’ কোন সমাসের যোগে গঠিত শব্দ?
উত্তরঃ দ্বন্দ্ব (প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে)
৩৯. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নিশ্চেষ্ট
৪০. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
উত্তরঃ কোনটিই নয় ( ষট +আনন)

গণিত অংশের সমাধান:
৪১.৬৭৫
৪২. ১০
৪৩.স্থূলকোণ
৪৪. ৯
৪৫. ৭০
৪৬. ১৩ বছর
৪৭. ৩০ জন ( ৩০৩০+১৫২০=১২০০)
৪৮. ৬৩
৪৯. ২৪ বছর
৫০. ৭ দিন
৫১. ২৫
৫২. ২০%
৫৩. ২০০
৫৪. ১২৫০
৫৫. ১ঃ২
৫৬.৫৪
৫৭. ৩৩৬
৫৮. ৮
৫৯. ৫
৬০.১০৫ রান
ইংরেজি অংশের সমাধান:
৬১. had left
৬২. speaks
৬৩. receiving
৬৪. any
৬৫. too
৬৬. No word missing
৬৭. for
৬৮. the
৬৯. in
৭০. at
৭১. গোপনীয়
৭২. অদক্ষ
৭৩. কাল্পনিক
৭৪. প্রতিপক্ষ
৭৫. অতিথিপরায়ণ
৭৬. excessive
৭৭. president
৭৮. treason (বিশ্বাসঘাতকতা)
৭৯. shoulder
৮০. intelligence

এন এস আই ওয়াচার কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত ১৮ অক্টবর ২০১৯ NSI 28th September Jobs Exam Qustion Solutin Given Below Text.
১. বিপরীতার্থক শব্দ: উন্মীলিত-নির্মীলিত
২. কোনটি ফারসি উপসর্গ-কম
৩. রাতে তারা দেখা যায় এখানে রাতে– অধিকরনে ৭মী
৪. নাতিশীতোষ্ণ কোন সমাস-নঞ্ তৎপুরুষ
৫. কোনটি অলুক তৎপুরুষ সমাস– সোনার তরী
৬.কৃপাণ শব্দের অর্থ-তরবারি
৭. বাবা — তুর্কি শব্দ
৮. মৌন এর বিপরীত — মুখর
৯. Defendant এর পরিভাষা— বিবাদী
১০. হাড়ে বাতাস লাগা(শান্তি পাওয়া) — কোনটিই নয়
১১. উত্থাপন এর সন্ধি– উৎ+স্থাপন
১২. কুহক এর স্ত্রীবাচক শব্দ – কুহকিনী
১৩. স্বভাবতই মূর্ধন্য– বাণ
১৪. কাদনা>কান্না– সমীভবন
১৫. সমাসের মাধ্যমে গঠিত শব্দ – আমরা
১৬. যুগসন্ধিক্ষনের কবি– ঈশ্বরচন্দ্রগুপ্ত
১৭. বার্ধক্য তাহাই যাহা পূরাতনকে.. যৌবনের গান
১৮. মানিক বন্ধ্যোপাধ্যায় রচিত — আতসী মামী
১৯. রুপাই কবিতাটি — নকশি কাথার মাঠ থেকে নেওয়া
২০. মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক– চন্দ্রকুমার দে।
Prepared By Engr. Mohammad Elias

এন এস আই ওয়াচার কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ অক্টবর ২০২৪ এখন দেখুন বিগত সালের প্রশ্ন ও উত্তর।

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2024

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2019

আজকে অনুষ্ঠিত NSI সহকারি নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান

১।স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— ১৫তম।
২।মূল্য সংযোজন কর কবে চালু করা হয়?— ১৯৯১ সালে। { জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে।}
৩।ধর্ম সংবিধানের কোন অনুচ্ছেদে? — ১২ ও ৪১
৪।মেলানেশিয়ার দেশ? — ফিজি
৫।প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?— চীন।
৬।দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশা।
৭।LNG কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালি
৮।মিশরের তাহরির স্কয়ার কি বলা হয়?— “তাহরির স্কয়ার” বা মুক্ত স্কয়ার”
৯।ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — তিবলিশ; জর্জিয়া
১০।CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?–FAO
১১। বাংলাদেশ কোন সংস্থা থেকে বেশি ঋণ নেয়
=IDA
১২।বার্গি ও বগি শব্দ দুটি ব্যবহৃত হয়
= গলফে
১৩।আমাজন বন কোন শ্রেণির
= গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বন
১৪।বাংলাদেশের পাট ও ছত্রাকের জিনোমের স্বীকৃতি দেয়
=NCBI
১৫।সার্ক আবহাওয়া কেন্দ্র
= ঢাকা
১৬। সাবেক সোভিয়ত ইউনিয়ন হতে স্বাধীন হওয়া মুসলিম দেশ
= তাজিকিস্তান
১৭। ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষনের জন্য কোন প্রটোকল
= মন্ট্রিল
১৮। বাংলাদেশি অস্কার জয়ী
– নাফিস বিন জাফর
১৯। নিচের কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম
= UBUNTO
২০। বিশ্বকাপ ক্রিকেট সর্বনিম্ন রান
– জিম্বাবুয়ে

আজকে অনুষ্ঠিত NSI Ad পরীক্ষার গণিত প্রশ্ন ও উত্তর দেখুন

আজকে অনুষ্ঠিত NSI Ad পরীক্ষার গণিত প্রশ্ন ও উত্তর দেখুন

আজকের NSI exam এর English অংশের সমাধান।
Find the odd words from each list
1. Raucous
2. Average
3. Limpid
4. Significant
5. consent
Read the tex below and decide the best answer
6. contemporary
7. covetous
8. exposed
9. Conducive
10. commodity
Find the incorrect words
11. There is no mother..(E)
12. I need to buy… equipment
13. I would rather die..Bribe
14. The picture has… hung
15. I prefer tea….than
16. cats and dogs– heavily
17. look into– investigate
18. deny — refuse
19. for good — forever
20. Out of order– none

18 October 2019 held NSI watcher Constable Exam Question Solution

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group