পরীক্ষা

জাতীয় গোয়েন্দা বিভাগ NSI এর নিয়োগ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?

জাতীয় গোয়েন্দা বিভাগ এর নিয়োগ পরীক্ষা জন্য কিভাবে প্রস্তুতি নিবেন? এনএসআই NSI Job Exam (Preliminary and Written) Preparation Guideline নিয়ে আজকে আলোচনা করা হবে। এন এস আই প্রিলিমিনারী ও রিটেন / লিখিত পরীক্ষা নিয়ে ধারনা দেয়া হবে। I appeared in the Preli and Written exam of AD post (In the Very last circular). In light of that experience, I am sharing something.

NSS Job Online Application Process কোন পোস্টে আবেদন করবেন ?
Assistant Director হলো ফার্স্ট ক্লাস জব (Grade-09), অন্যদিকে Field Officer হলো সেকেন্ড ক্লাস জব (Grade-10) . এখন কোনটাতে আবেদন করলে ভাল হবে আপনার জন্য, সেটা চিন্তা করে এপ্লাই করে ফেলুন ।

এনএসআই Application যোগ্যতা
AD এবং Field Officer এ যে কোন বিষয়ে অনার্স করেই আবেদন করা যাবে । নো মোর কনফিউশন !

কয় পোস্টে আবেদন করা যাবে ?
যেকোন এক পোস্টে আবেদন করা উচিত। কারণ এডি এবং ফিল্ড অফিসারের পরীক্ষা গতবার একই সময়ে হয়েছিল ।

এনএসআই পরীক্ষা কয় মাস পরে হবে ?
গতবার বেশি সময় লাগে নি । এবারো বেশি সময় লাগবে না মনে হয় । ১/১.৫ মাসের মধ্যেই হয়ে যাবে আশা করি ।

Read More- এনএসআই এর বিভিন্ন পদে এডমিট কার্ড
.
NSI Job Exam Preparation
প্রিলির জন্য আলাদাভাবে কোন সিলেবাস নেই, PSC Non-cadre প্রিলির সিলেবাস ফলো করলেই হবে। সেক্ষেত্রে Job Solution ই সেরা বিকল্প। প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি- মান বণ্টন, পরীক্ষা/ প্রশ্নের ধরণ নিম্নে দেয়া হল।

জাতীয় গোয়েন্দা বিভাগ NSI এর নিয়োগ পরীক্ষা প্রস্তুতি 2022

জাতীয় গোয়েন্দা বিভাগ NSI এর নিয়োগ পরীক্ষা প্রস্তুতি 2019 

জাতীয় গোয়েন্দা বিভাগ NSI এর নিয়োগ পরীক্ষা প্রস্তুতি 2019 

Read More- National Security Intelligence NSI jobs circular

জাতীয় গোয়েন্দা বিভাগ এর নিয়োগ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?

এনএসআই প্রিলির মানবন্টনঃ
মোট – ১০০ নম্বর
১) বাংলা = ১০ নম্বর
২) ইংরেজি = ১০ নম্বর
৩) অংক = ১৫ নম্বর
৪) বাংলাদেশ বিষয়াবলী = ২০ নম্বর
৫) আন্তর্জাতিক বিষয়াবলী = ১৫ নম্বর
৬) দৈনন্দিন বিজ্ঞান = ১০ নম্বর
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১০ নম্বর
৮) বুদ্ধিমত্তা যাচাই অভীক্ষা (মানসিক দক্ষতা) = ১০ নম্বর
.
লিখিত
*২০১৭ সালে প্রিলি রেজাল্টের ১ সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল।
*গনিতঃ বিসিএস টাইপ ম্যাথ থাকে।
*সংক্ষিপ্ত ও টিকাঃ গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা।
NSI রিলেটেড নিয়ে একটি বিশদ লেখা।
*সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।
*প্রবলেম সলভ থাকে Analytical Type.
English Short Question For Written Test
.
এনএসআই লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ
সহকারী পরিচালক (AD) – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫)
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর

Now Check Previews /Old Year NSI Job Exam Question Solution 2015

Now Check Previews /Old Year NSI Job Exam Question Solution 2015Now Check Previews /Old Year NSI Job Exam Question Solution 2015Now Check Previews /Old Year NSI Job Exam Question Solution 2015
Courtesy: Sazzadul Anwar Hamim
Collected-Sajeeb Rahman vai

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group