NTRCAশিক্ষা নিউজ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ২৭ কোটি টাকা ছাড়

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৬৪ টাকা ছাড় করেছে। মুজিববর্ষের উপহার হিসেবে অবসরপ্রাপ্ত ৬৮৪ জন শিক্ষক ও কর্মচারীর জন্য এই অর্থ ছাড় হয়েছে। কল্যাণ সুবিধার এ টাকা শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন। বাসায় অবস্থান করে তিনি অফিসের কাজ করছেন। বাসায় থেকে তিনি ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৬৪ টাকার ফাইলে স্বাক্ষর করেন।

আজ রোববার (২৮ মার্চ) কল্যাণ ট্রাস্টের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের মে মাসে যাদের আবেদন জমা পড়েছিল এমন ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার অর্থ ছাড় দেয়া হয়েছে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ডিসেম্বরের মধ্যে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষের ১৫ হাজার আবেদন নিষ্পত্তি পদক্ষেপের অংশ হিসেবে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group