ক্যারিয়ারপ্রশ্ন সমাধানরেজাল্ট

এনএসআই পরীক্ষার প্রশ্ন সমাধান রেজাল্ট 2024 National Security Intelligence NSI Result

এনএসআই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ও এনএসআই (NSI) নিয়োগ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী- কি পড়বেন এবং NSI নিয়োগ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী নিয়ে আজকে আলোচনা করা হবে। National Security Intelligence NSI Result 2024.

এনএসআই পরীক্ষার প্রশ্ন সমাধান 2024 NSI Result

এন এস আই এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান রেজাল্ট ফলাফল NSI Junior Field Officer Exam Question Solution Result 2019 1st November পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ নভেম্বর ২০২৩ এখন দেখুন বিগত সালের প্রশ্ন ও উত্তর। ওয়াচার কনস্টেবল ১৮ অক্টোবর অনুষ্ঠিত NSI watcher Constable পরীক্ষার প্রশ্ন ও উত্তর Result নিম্নে দেয়া হল।

 

এনএসআই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই লিংকে ক্লিক করে রেজাল্ট দেখে নিন।
এনএসআই নিয়োগ পরীক্ষার রেজাল্ট লিংক http://nsi.teletalk.com.bd/result/index.php
NSI রেজাল্ট প্রকাশিত

এনএসআই ফলাফল দেখার অনলাইন লিংক nsi.teletalk.com.bd/result/pr_11post.pdf?

আজকে অনুষ্ঠিত NSI এর ওয়াচার কনস্টেবল এর প্রশ্ন উত্তর nsi watcher constable exam question solution Result.

আজকে অনুষ্ঠিত NSI এর ওয়াচার কনস্টেবল এর প্রশ্ন উত্তর nsi watcher constable exam question solution

NSI এর ওয়াচার কনস্টেবল পদের MCQ পরীক্ষার প্রশ্নের সমাধান:- (সম্পূর্ণ সমাধান)
সাধারন জ্ঞান অংশের সমাধান:
১. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ইউনেস্কো
২. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার কোনটি?
উত্তরঃ স্বাধীনতা পুরস্কার
৩. বর্তমানে বাংলাদেশে মোট কতগুলো সিটি কর্পোরেশন আছে?
উত্তরঃ ১২ টি ( দেশের ১২ তম সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ)
৪.নীলগিরি নামক পর্যটন স্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান
৫. SDG এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Sustainable Development Goal
৬. মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কয় নং সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ ২ নং

৭. ২০১৯ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় রানার্সআপ হয় কোন দেশ?
উত্তরঃ নিউজিল্যান্ড
৮. নিচের কোন সালটি অধিবর্ষ (Leap Year)?
উত্তরঃ ২০১৬
৯. ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের প্রচলিত পল্লীগীতি?
উত্তরঃ রংপুর
১০. বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তরঃ ১৬ ই ডিসেম্বর
১১. নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়া। (হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড)
১২. বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের কোন প্রতিষ্ঠানটি কাজ করে?
উত্তরঃ উনিসেফ
১৩. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
উত্তরঃ বাথ
১৪. সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উত্তঃ দিনাজপুর
১৫. জিম্বাবুয়ে দেশটি কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা
১৬. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা
১৭. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তরঃ কর্ণফুলী
১৮. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে কোন সালে?
উত্তরঃ ২০২১
১৯. নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম বারো আউলিয়ার দেশ?
উত্তরঃ চট্টগ্রাম
২০. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ রাঙামাটি
বাংলা অংশের সমাধান:
২১. নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়?
উত্তরঃ মেদিনী (অর্থ পৃথীবি)

২২. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
উত্তরঃ আগাছা
২৩. নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ?
উত্তরঃ বেহেশত
২৪. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এক কথায় কী বলে?
উত্তরঃ শ্রুতিধর
২৫. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ পার্থক্য (ভেদাভেদ)
২৬. ‘অপচয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ সঞ্চয়
২৭. ‘কল্লোল’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ ঢেউ
২৮. নিচের কোননটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
উত্তবঃ অনু + এষণ
২৯. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল-
উত্তরঃ বীরবল
৩০. ‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?
উত্তরঃ উপন্যাস
৩১. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ নিন্দার অযোগ্য
৩২. উপযুক্ত মিল বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
উত্তরঃ A ও C উভয় ( মনিকাঞ্চন যোগ ও সোনায় সোহাগা)
৩৩. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?
উত্তরঃ হস্তিজুথ
৩৪. বাংলা ব্যাকরণে পদ রয়েছে__ প্রকার।
উত্তরঃ ৫ প্রকার
৩৫. লিখিতেছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?
উত্তরঃ লিখছিলেন

৩৬. ‘কাচা ঢিলা’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অসাবধান
৩৭. ‘বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ মুক্ত
৩৮. ‘পোকা-মাকড়’ কোন সমাসের যোগে গঠিত শব্দ?
উত্তরঃ দ্বন্দ্ব (প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে)
৩৯. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নিশ্চেষ্ট
৪০. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
উত্তরঃ কোনটিই নয় ( ষট +আনন)
গণিত অংশের সমাধান:

ইংরেজি অংশের সমাধান:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে।

এই লিংকে ক্লিক করে রেজাল্ট দেখে নিন। এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ফলাফল লিংক http://nsi.teletalk.com.bd/result/index.php

বাছাই পরীক্ষাঃ
প্রার্থীকে প্রথমে ১০০ নম্বরের বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারির ১০০ নম্বর পরীক্ষার মানবন্টন নিম্নরূপঃ
১) বাংলা = ১০ নম্বর
২) ইংরেজি = ১০ নম্বর
৩) অংক = ১৫ নম্বর
৪) বাংলাদেশ বিষয়াবলী = ২০ নম্বর
৫) আন্তর্জাতিক বিষয়াবলী = ১৫ নম্বর
৬) দৈনন্দিন বিজ্ঞান = ১০ নম্বর
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১০ নম্বর
৮) বুদ্ধিমত্তা যাচাই অভীক্ষা (মানসিক দক্ষতা) = ১০ নম্বর

মোট = ১০০ নম্বর

আরো পড়ুন- NSI নিয়োগ পরীক্ষা প্রশ্ন উত্তর Download

প্রধানমন্ত্রীর কার্যালয় National Security Intelligence (NSI) এর বিগত সালের প্রশ্ন সমাধান
লিখিত পরীক্ষাঃ

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

লিখিত পরীক্ষায় মোট = ১০০ নম্বর

কি পড়বেন?
১) প্রিলিমিনারি টেস্টের জন্যঃ বিসিএস এর সিলেবাস অনুসারে আপনার সংগ্রহে থাকা বইগুলো থেকে উপর্যুক্ত বিষয়গুলো পড়ুন। টার্গেট করে জব সলুশান পড়ুন; আগে একবার শেষ করেন। জব সলুশানটা একটু ধীরে ধীরে পড়ুন। মনে থাকে না বা অপরিচিত এমন বিদঘুটে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করে রাখুন। এজন্য আগে ১০ম-৩৬তম বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করুন। সাথে নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষার প্রশ্নও দেখুন।

আর একটা কথা – জব সলুশান থেকে পড়ার সময় খেয়াল করবেন, কোন কোন প্রশ্নপত্রে “প্রধানমন্ত্রীর কার্যালয় পরীক্ষা” অথবা “জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা” এমন শিরোনাম আছে; সেগুলো মূলত এনএসআই-য়ের বিগত বছরের প্রশ্নপত্র।

২) লিখিত পরীক্ষার জন্যঃ যেকোন নন-ক্যাডার নিয়োগ সহায়িকা পড়ুন (প্রফেসরস প্রকাশনীর বই পড়তে পারেন)। অথবা, সিলেবাস অনুসারে বিসিএস রিটেনের বইও দেখতে পারেন।

লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ
সহকারী পরিচালক (AD) – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫) ঃ
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর

NSI watcher Constable Question Solution এনএসআই পরীক্ষার রেজাল্ট ও এনএসআই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এই লিংকে রেজাল্ট পাবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group