শিক্ষা খবর

আজকের ট্রেনের সময়সূচী ২০২৪ Today New train schedule 2024,

আজকের ট্রেনের সময়সূচী ২০২৪ Today New train schedule 2024,। পূর্ব অঞ্চল এবং পশ্চিম অঞ্চল থেকে বিভিন্ন স্টেশন বাংলাদেশ ট্রেন ছাড়ার সময়। এছাড়াও, আপনি স্টেশনে বাংলাদেশ রেলওয়ে টিকিটের মূল্য স্টেশন ডাউনলোড করবেন।

ই-টিকেটিং সিস্টেমে ট্রেনের টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতি 2024 Online Train Ticket Booking New System by eticket.railway.gov.bd Rules/Procedures for Purchase of Tickets in E-Ticketing System https://eticket.railway.gov.bd/

আজকের ট্রেনের সময়সূচী 2024 Today train schedule

বাংলাদেশ রেলওয়ে ট্রেন টেবিল 2022

বাংলাদেশ রেলওয়ে ট্রেন টেবিল 2022
বাংলাদেশ রেলওয়ে ট্রেন টেবিল 2022

আপনি যদি বাংলাদেশের যেকোনো জায়গায় ট্রেনে যাত্রা করতে চান, তাহলে আপনাকে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের সময়সূচী জানতে হবে।

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া: এসি বার্থ ১,২২৯ টাকা, ফার্স্ট ক্লাস বার্থ ৭৩৫ টাকা, স্নিগ্ধা ৬৫৬ টাকা / ৭২৫ টাকা / ১০০০ টাকা, শোভন চেয়ার ৩৪৫ টাকা / ৩৮০ টাকা / ৬০০ টাকা, এসি সিট ৭৮৮ টাকা / ১১০০ টাকা, ফাস্ট ক্লাস সিট ৪৬০ টাকা।

ঢাকা টু বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম(বী.মু.সি.ই)/পঞ্চগড় ট্রেনের ভাড়া: এসি বার্থ ১৯৪২ টাকা, এসি সিট ১২৬০ টাকা, স্নিগ্ধা ১০৫৩ টাকা, শোভন চেয়ার ৫৫০ টাকা।

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার ট্রেনের ভাড়া: ফাস্টক্লাস সিট ৩০০ টাকা, স্নিগ্ধা ৪২৬ টাকা, শোভন চেয়ার ২২৫ টাকা।

ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়া: এসি-বার্থ ১১৪৯ টাকা, ফাস্টক্লাস-বার্থ ৬৯০ টাকা, এসি-সিট ৭৩৬ টাকা, ফাস্টক্লাস সিট ৪২৫ টাকা, স্নিগ্ধা ৬১০ টাকা, শোভন চেয়ার ৩২০ টাকা, শোভন ২৬৫ টাকা

ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের ভাড়া: এসি-সিট ৬২৭ টাকা, ফাস্টক্লাস সিট ৩৬৫ টাকা, শোভন চেয়ার ২৭৫ টাকা, শোভন ২৩০ টাকা

ঢাকা থেকে খুলনা ট্রেনের টিকেট মূল্যে: এসি-সিট ১১৫৬ টাকা, এসি-বার্থ ১৭৮১ টাকা, স্নিদ্ধা ৯৬৬ টাকা, শোভন চেয়ার ৫০৫ টাকা

কিভাবে ট্রেনের টিকেট ক্রয় করবো?

কিভাবে অনলাইনে( E- Ticket ) টিকেট ক্রয় করবেন তার পদ্ধতি
ই-টিকিটিং সিস্টেম
গত ২৯/০৫/২০১২, তারিখে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ

Registration প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)।

১।

প্রথমে www.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

২।

ওয়েবসাইটে ঢুকে “ডান পার্শ্বের Internal E-services/আভ্যন্তরীণ ই-সেবা হতে Railway E-Ticketing service/রেলওয়ে ই-টিকিট” এর লিংক এ ক্লিক করতে হবে।

৩।

Bangladesh Railway এবং CNS Ltd. লেখা ও লোগো সম্বলিত একটি নতুন ওয়েব সাইট খুলে যাবে।

৪।

ওয়েব সাইটটির নীচের দিকে “Sign up” বাটনে ক্লিক করতে হবে।

৫।

Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” ও Extra Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

৬।

সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।
৭।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।

৮।

আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

 

ট্রেনের টিকেট ক্রয় করার নিয়ম

১।

প্রথমে www.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

২।

ওয়েবসাইটে ঢুকে “ডান পার্শ্বের central E-service হতে Railway E-Ticketing service” এর লিংক এ ক্লিক করতে হবে।

৩।

Bangladesh Railway এবং CNS Ltd. লেখা ও লোগো সম্বলিত একটি নতুন ওয়েব সাইট খুলে যাবে।

৪।

“Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।

৫।

এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।

৬।

এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।

৭।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট মারফত যাত্রির জমাকজৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাটিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

আজকের ট্রেনের সময়সূচী ২০২২ Today New train schedule 2022,

৮।

ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

সকল ট্রেনের আপডেটেড সময়সূচী আজ প্রকাশিত হলো। ডাউনলোড করা যাবে এই লিংক থেকেঃ

উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি, ট্রেনের নতুন সময়সূচী ২০২০,মোবাইলে ট্রেনের সময়সূচি,
আন্তঃনগর ট্রেনের সময়সূচি,ট্রেনের নতুন সময়সূচী ২০২১,আজকের ট্রেনের সময়সূচী,
ট্রেনের সময়সূচি 2022, রাজশাহী ট্রেনের সময়সূচী, Train schedule for the North East
The new train schedule is 2020, Train schedule on mobile, Schedule of inter-city trains,
New train schedule 2021, Today’s train schedule,
Train Schedule 2022, Schedule of Rajshahi Train

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group