শিক্ষা খবর

আইনজীবীরা কেন কালো কোট পরেন?

আইনজীবীরা কেন কালো কোট পরেন?
আইনজীবিদের এ ধরনের পোশাক পরিধানের পেছনে দুই ধরনের ব্যাখ্যা প্রচলিত আছে।
প্রথমত: কালো গাউন পরার অর্থ হলো “আইন অন্ধ “।আইন অন্ধ শব্দটির ব্যাখ্যা দাড়ায় যে, বিচারক এবং আইনজীবীরা আদালতে প্রদও সাক্ষাদির বাইরে গিয়ে কোন মতামত বা রায় দিতে পারবেন না। মামলার বিষয়াদি ও সাক্ষাদির আলোকেই একজন আইনজীবিকে আদালতে বক্তব্য রাখতে হয় তেমনি বিচারককে তার ভিওিতেই রায় লিখতে হয়।

দ্বিতীয়: কালো গাউন পরিধানের কারণ হলো নিজের পরিচয় গোপন রাখা।গলায় সাদা বো বা ব্যান্ড ব্যবহারের কারণ হলো অন্ধকার থেকে সত্যকে বের করা যা এ পেশার মহান দ্বায়িত্ব। এটিকে ধরা হয় সত্যের প্রতীক।মাথায় পরচুলা পরিধানের অর্থ হচ্ছে বয়োঃবৃদ্ধ মাতার মতো স্নেহ পরায়ন হয়ে তার সন্তানদের বিচার করতে বিচারালয়ে বসেছেন বিচারক। দুই পক্ষই তার সন্তান দুই পক্ষের কথা তাকে শুনতে হবে।

কালো কোট, কালো পেন্ট, কালো গাউন ও কালো টাই পরেন কেন? সাদা শার্ট পরেন কেন ? তারাতো তার মক্কেলের সব জানে। বলতে গেলে বিচারক এর পোশাক ও আইনজীবীর পোশাক একইরকম কেনো ?

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group