বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪১ হাজার আসন শূণ্য তবুও তৃতীয় স্লিপ দিচ্ছে না

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪১ হাজার আসন শূণ্য তবুও তৃতীয় স্লিপ দিচ্ছে না।পর্যাপ্ত আসন শূণ্য থাকার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে আর ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা। তৃতীয় রিলিজ স্লিপের দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন তারা। তবে কর্তৃপক্ষ বলছেন, নতুন করে শিক্ষার্থী ভর্তি করানো সম্ভব নয়। কিছুদিন পরই প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষার্থী ভর্তি করালে তারা তো প্রিপারেশন নিতে পারবে না। না পড়িয়ে কারো পরীক্ষা নেয়া সম্ভব নয়। আবার এদের জন্য অপেক্ষা করলে সেশনজটে পড়ার শঙ্কা রয়েছে। কিছুদিন পর আবার নতুন বর্ষের (২০২১-২০২২) ভর্তি কার্যক্রম শুরু হবে।

দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করেও আসন না পাওয়া ভর্তিচ্ছুদের বিশাল একটি অংশ ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। অটোপাসের কারণে অনেক ভর্তিচ্ছু গুচ্ছ ভর্তি পরীক্ষাও অংশ নিতে পারেননি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়েও আবেদন করে আসন পাচ্ছেন না। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান বলেন, গত তিন বছরে কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি অনুযায়ী ২০টি করে আসন বাড়ানো হয়েছে।

সেক্ষেত্রে এতো আসন খালি থাকার কথা নয়। আসন খালি থাকলেও এখন নতুন শিক্ষার্থী ভর্তি করানো সম্ভব নয় বলে জানান তিনি।গত ১৮ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ সালে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়। শেষ হয় ৩১ অক্টোবর। পরে গত ২৪ নভেম্বর থেকে ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু হয়। এ ধাপের আবেদন শেষ হয়েছে গত ৬ ডিসেম্বর । ২০২১ সালের ২১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পড়ানো হয় ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬১৭টি। স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন আছে ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি। আর ডিগ্রিতে (পাস কোর্স) প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন আছে ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। সারা দেশের ১ হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। ২০২০-২০২১ সালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৭৮৬ শিক্ষার্থী। আসন শূণ্য রয়েছে প্রায় সাড়ে ৪১ হাজার। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০২০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান), স্নাতক (পাস), কারিগরি ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে আসন শূণ্য ছিলো ২৪ হাজার ৬৯৪টি।

41,000 seats in the national university are vacant but are not giving the third slip. Even though there are enough vacant seats, the authorities are no longer taking admission in the undergraduate (honours) class in the national university. Students have expressed anger over this. They have carried out various programs demanding a third release slip. However, authorities say it is not possible to admit new students. In a few days, the exams for first-year students will be held. If new students are admitted, they will not be able to take the preparation. It is not possible to test anyone without reading. If you wait for them again, there is a danger of falling into the session. After a few days, the admission process for the new year (2021-2022) will start again.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group