শিক্ষা খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়া যাবে। এতে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলমান থাকবে। প্রয়োজন হলে মৌখিক পরীক্ষাগুলো অনলাইনে নেয়া যাবে।

এর আগে, ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা সশরীরে শুরু হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলমান থাকবে। রবিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

The physical examination started on 7th February at Jahangirnagar University. From February 8, all practical classes and exams (theoretical, practical, practice exams, and weekends) can be taken physically in accordance with the appropriate hygiene rules. The departments will take necessary action. It further states that the class will continue to run online until further notice.

Oral exams can be taken online if required. Earlier, the university authorities announced the suspension of physical examinations from January 21 to February 6 following the directives of the cabinet department to close educational institutions on January 21. Physical and theoretical examinations at Jahangirnagar University (JU) will start from February 8. However, the class will continue to run online until further notice. The information was given in a circular signed by the acting registrar of the university Rahima Kaniz on Sunday (January 30).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group