তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

শিগগিরই মোবাইলের ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত

শিগগিরই মোবাইলের ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত।ব্রডব্যান্ডের মতো মোবাইল ফোনের ইন্টারনেটও এক রেট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। সেই অভিজ্ঞতার আলোকে এবার মোবাইল ইন্টারনেটে একরেট বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আমরা ব্রডব্যান্ডে এক দেশ এক রেট যেটা দিয়েছি, মোবাইল ব্রডব্যান্ডের জন্যও একই রকম একটি ট্যারিফ নির্ধারণের কাজ করছি। ফিক্সড ব্রডব্যান্ডের রেট ঠিক করার জন্য আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে ৪৭টি বৈঠক আমাদের করতে হয়েছে। একইভাবে মোবাইল অপারেটরদের সঙ্গেও আমাদের বৈঠক চলছে। আমরা খুব শিগগির মোবাইল ব্যান্ডউইথের জন্য ট্যারিফ নির্ধারণ করে দিতে পারব। তখন এ সমস্যা থাকবে না।

গত ১ সেপ্টেম্বর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক রেটে’ সেবামূল্য চালু করে বিটিআরসি। নতুন দাম হিসেবে খুচরায় ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস ১ হাজার ২০০ টাকায় পাচ্ছেন গ্রাহকরা।বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। শিগগিরই নতুন রেট ঘোষণা করা হবে। বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকের চার জিবি ডাটা তিনদিন মেয়াদে কিনতে খরচ ৭৬ টাকা। একই মেয়াদে সমপরিমাণ ডাটা কিনতে বাংলালিংকের গ্রাহকের ব্যয় ৬৪ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে কোন পার্থক্য থাকবেনা।

The decision to rate mobile internet one soon. Like broadband, the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) has also decided to rate mobile phone internet as one. Instructions were given to provide 5 Mbps speed internet service at 500 rupees at the union level across the country. In light of this experience, the government has decided to set up a single rate on the mobile internet.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group