শিক্ষক নিয়োগ তথ্যশিক্ষা খবর

শিক্ষক নিয়োগ ৪র্থ গণবিজ্ঞপ্তি 2022 NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

শিক্ষক নিয়োগ ৪র্থ গণবিজ্ঞপ্তি 2022 NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আওতাভুক্ত বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তালিকা যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন যেকোনো সময় এই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি করতে পারে এনটিআরসিএ। এটি হবে চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি বা গণবিজ্ঞপ্তি। তবে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই যেকোনো সময়ে এর বিজ্ঞপ্তিটি জারি করবে এনটিআরসিএ।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করার ক্ষেত্রে দুই দফায় টাকা নেওয়া হয়। একটি হচ্ছে সনদ পাওয়ার জন্য। এ জন্য আবেদনের শুরুতে ৩৫০ টাকা নেওয়া হয়। আরেকটি হচ্ছে পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদ পাওয়ার পর পছন্দের প্রতিষ্ঠানে আবেদন করার সময়। সে সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের জন্য ১০০ টাকা করে ফি নেওয়া হতো। চাকরিপ্রার্থী যত ইচ্ছা তত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন। কেউ ৫০টি প্রতিষ্ঠানে আবেদন করলে তাঁকে দিতে হতো পাঁচ হাজার টাকা।
তবে এবার এনটিআরসিএ সনদ পাওয়ার পর চাকরিপ্রার্থীদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের নিয়মে কিছুটা বদলের সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী এবার একজন প্রার্থী সনদ পাওয়ার পর সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আগের নিয়মে এ জন্য তাঁর খরচ হওয়ার কথা ছিল চার হাজার টাকা।

কিন্তু এবার তা কমিয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এখানেই শেষ নয়। আবেদনের নিচে লেখা থাকবে ‘পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধার ভিত্তিতে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান, তাহলে যোগ দেবেন কি না?’ সেখানে প্রার্থী ‘হ্যাঁ’ বা ‘না’ বাছাই করতে পারবেন।

অনলাইনে আবেদন ও ফি দেয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে এবং এনটিআরসিএ এর www.ntrca.gov.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। আবেদন এবং ফি দেয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমূনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Read more এপ্রিলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু।আগামী এপ্রিল মাসে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে বলে আশ্বাস করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান। মার্চে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সব কাজ শেষ করে এপ্রিলে চতুর্থ ধাপের নিয়োগের জন্য শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হবে বলে গতকাল রোববার দুপুরে জানান তিনি।  চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য এখনো শিক্ষক শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ শুরু করেনি এনটিআরসিএ।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তির সব কাজ শেষ করে তারপর পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদের তথ্য সংগ্রহ করবো। এর আগে রোববার দুপুর প্রার্থীরা এনটিআরসিএর কার্যালয়ের সামনে অনশন শুরু করেন। কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করা হয়। এর আগে সকালে প্রার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক নিবন্ধন ফোরাম’-এর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

এদিকে এপ্রিল মাসে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর আশ্বাসে অনশন প্রত্যাহার করেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। তারা বলছেন, এনটিআরসিএর চেয়ারম্যান এপ্রিল মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর আশ্বাস দেয়ায় তারা অনশন প্রত্যাহার করেছেন। তৃতীয় ধাপের নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাজ আছে। আমরা ওই নিয়োগে শিক্ষক শূন্যপদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পেয়েছি।

সে বিষয়ে কাজ চলছে। এরপর দ্বিতীয় মেরিট লিস্টের অর্থাৎ খালি থাকা পদগুলোতে পরবর্তী প্রার্থীকে সুপারিশ করবো। এরপর কিছু অভিযোগ আছে, সেগুলোও সমাধান করা হবে। এসব শেষ করতে হয়তো আমাদের মার্চ মাস চলে যাবে। এরপর এপ্রিলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে।  প্রার্থীদের এসব কর্মসূচি নিয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান এনমুল কাদের খান বলেন, আমরা এখন তৃতীয় গণবিজ্ঞপ্তির কাজ করছি। এর সব কাজ শেষ হতে মার্চ মাস চলে যাবে। আশা করছি এপ্রিলে আমরা চতুর্থ ধাপের নিয়োগের কার্যক্রম শুরু করতে পারবো।

NTRCA Chairman Enamul Quader Khan has assured that the process of publishing the fourth mass notification for the recruitment of teachers will start in April. After completing all the work of the third phase teacher recruitment process in March, the collection of vacancies for the fourth phase recruitment will start in April, he said at noon on Sunday. NTRCA has not yet started compiling the list of teacher vacancies for the fourth mass notification.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group