শিক্ষা খবরশিক্ষা নিউজ

গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু।সরকারী ঘোষণার চারদিন পর স্বাস্থ্যবিধি মেনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) উৎসবমুখর পরিবেশে আজ থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় উৎসব মুখর পরিবেশ তৈরী হয়।এ সময়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। টিকা সনদ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বজায় রেখে প্রবেশ করার তদারকি করা হয়।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন হোসেন বলেন, শিক্ষার্থীরা হলো ক্যাম্পাসের প্রাণ। পুনরায় তাদের ক্যাম্পাসে দেখতে পেয়ে ভালো লাগছে। আমরা চারদিন বেশি সময় নিয়েছি স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং শিক্ষার্থীরা যাতে ভালেভাবে ক্লাসে অংশ নিতে পারে বিষয়গুলো তদারকি করার জন্যই।করোনার ওমিক্রন ধরনের বিরূপ প্রতিক্রিয়ায় প্রায় ১মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে সরকার। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি থেকে ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত হলে পুনরায় ক্যাম্পাস মুখী হতে থাকেন শিক্ষার্থীরা।এ বিষয়ে, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২বর্ষের শিক্ষার্থী ফখরুল ইসলাম সজীব বলেন, বাসায় বসে অনলাইনে ক্লাস আর ভালো লাগে না। সবাইকে খুব মিস করতেছিলাম। পুনরায় সশরীরে ক্লাস করতে পারছি এটা ভেবেই খুব ভালো লাগছে।

Classes begin in person at the People’s University. Four days after the official announcement, in-person classes have started from today in a festive atmosphere at the People’s University (GOB) in Savar following hygiene norms. Since Saturday (January 26) morning, a festive atmosphere was created by the walk of students of different departments. At this time, the observance of hygiene at the main gate of the university was given the highest importance. Entry is supervised by maintaining vaccination certificates, masks and hand sanitizers.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group