শিক্ষা খবরশিক্ষা নিউজ

ঢাবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীর আসন কমানোর সুপারিশ

ঢাবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীর আসন কমানোর সুপারিশ।২০২১-২২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে ১ হাজার ৮৫টি আসন কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি৷ তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের আসন্ন সভায় আলোচনার পর চূড়ান্ত হবে৷ ই সুপারিশে ১ হাজার ৮৫টি আসন কমানোর কথা বলা হয়েছে৷ সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর চূড়ান্ত হবে৷

এরপর সিন্ডিকেট তা অনুমোদন করবে৷ সভা শেষে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের আসন্ন সভায় আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে৷ জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনর্নির্ধারণে বসে ডিনস কমিটি।

বিভাগ ও ইনস্টিটিউটগুলোর মতামতের ভিত্তিতে গত ৫ জানুয়ারি এক বিশেষ সভায় ১ হাজার ১৫টি আসন কমানোর সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি৷ সভা শেষে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, আসনসংখ্যা পুনর্নির্ধারণের বিষয়ে ডিনস কমিটির সভার সুপারিশটি সাধারণ ভর্তি কমিটির সভায় পর্যালোচনা করা হয়৷ এরপর সভায় যৌক্তিক আসনসংখ্যা নির্ধারণের বিষয়ে ভর্তি কমিটির সুপারিশ তুলে ধরা হয়৷

এরপর আসনসংখ্যা পুনর্নির্ধারণের বিষয়ে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভা ডাকা হয়৷ উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।

Dhaka University (DU) has recommended reducing the number of seats for first-year undergraduate students from 2021-22 in the first year of graduation. However, the matter will be finalized after discussion at the forthcoming meeting of the Academic Council of the University In this recommendation, it has been said to reduce 1,065 seats The recommendation will be finalized after discussion in the Academic Council of the University

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group