প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স প্রথম বর্ষ সাজেশন বিষয়ঃ সামাজিক কাজের ভূমিকা Honors First Year Introduction to Social Work Suggestion

অনার্স প্রথম বর্ষ সাজেশন বিষয়ঃ সামাজিক কাজের ভূমিকা Honors First Year Introduction to Social Work Suggestion

অনার্স প্রথম বর্ষ সাজেশন বিষয়ঃ সামাজিক কাজের ভূমিকা

ক বিভাগ

১. “Introduction to Social Welfare” গ্রন্থটির রচয়িতা কে?
= Walter A. Friedlander.

২. সমাজকর্ম কে একটি পেশা, বিজ্ঞান ও কলা হিসেবে কে আখ্যায়িত করেন?
= সমাজকর্ম বিশারদ রেক্স এ স্কিডমোর ও এম জি থ্যাকরি সমাজকর্মকে একট কলা, বিজ্ঞান ও পেশারূপে আখ্যায়িত করেছেন।

৩. কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
= ইংল্যান্ড।

৪. চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তিত হয়?
= ১৭৯৩।

৫. দারিদ্র্যের দুষ্টুচক্র বলতে কি বুঝ?
= জনগণের মাথাপিছু আয় কম হলে উৎপাদনশীলতাও কমে যায় আর উৎপাদনশীলতা কম হলে সেটা সরাসরি কাজের বাজারকেও সঙ্কুচিত করে দেয়। যার ফলে বেকারত্ব দেখা দেয় এবং এটাই চক্রাকারে আবর্তিত হতে থাকে। এই চক্রটাকেই বলা হয় দারিদ্রের দুষ্ট চক্র।

৬. পেশার দুটি বৈশিষ্ট্য লিখ।
=১। বিশেষ জ্ঞানভাণ্ডার।
২। বিশেষ নৈপুণ্য ও দক্ষতা।

৭. “Rapport” কী?
= ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় পারস্পরিক গ্রহণ ও অংশগ্রহণ নীতি অনুসরণের মাধ্যমে সমাজকর্মী ও সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যর্থীর মধ্যে যে গভীর,ঘনিষ্ঠ,আন্তরিক,সহানুভূতিপূর্ণ অথচ পেশাগত ও উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তাই হচ্ছে পেশাগত সম্পর্ক।

৮. সমাজকর্মের উপাদানগুলো কি কি?
= ক) ব্যক্তি, খ) সমস্যা, গ) স্থান বা প্রতিষ্ঠান, ঘ) পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী এবং ঙ) সমস্যা সমাধান প্রক্রিয়া।

৯. শিল্প বিপ্লব কী?
= শিল্পবিপ্লব হল শিল্পের ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তন।

১০. সক্ষম দরিদ্র বলতে কি বুঝ?
= কর্মে সক্ষম বা মোটামুটি সচ্ছল ব্যক্তিদের বলা হয় সক্ষম দরিদ্র। কর্মে সক্ষম বা মোটামুটি সচ্ছল ব্যাক্তিদের বলা হয় সক্ষম দরিদ্র ।

১১. দান সংঘটন সমিতি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয়?
= দান সংগঠন সমিতি ইংল্যান্ডের লন্ডনে ১৮৬৯ খ্রি. এবং আমেরিকার বাফেলোতে ১৮৭৭ খ্রি. সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ।

১২. বিভারিজ কে ছিলেন?
= স্যার উইলিয়াম বিভারিজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক ও আইনবিদ ছিলেন।

১৩. দরিদ্র সংস্কার আইন কবে প্রণীত হয়?
= ১৬০১ সালের দরিদ্র আইন ছিল দরিদ্রদের কল্যাণে একটি পূরণাঙ্তা আইন। ফলে দরিদ্রদের সকল দিককে আইনে গুরুত্ব দেয়া হয়েছে।

১৪. সামাজিক সমস্যা কী?
= সামাজিক সমস্যা হলো এমন একটি নেতিবাচক ঘটনা যা সমাজে বসবাসকারী মানুষকে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে।

১৫. প্যারোল কী?
= প্যারোল (Parole) ফরাসী শব্দ যা শাব্দিক অর্থে প্রতিশ্রুতি দেওয়া। সহজভাবে বুঝাতে মুক্তি।

১৬. “NASW” এর পূর্ণ রূপ কী?
= National Association of Social Workers।

১৭. ব্যক্তি সমাজকর্মে প্রাণী কী?

১৮. দানশীলতা কী?
= দানশীলতার প্রতিশব্দ হলো- উদারতা, বদান্যতা ও মহত্ব ইত্যাদি। অন্যের প্রতি দয়াপরশ হয়ে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে নিজ মন থেকে তাদেরকে কিছু দেওয়াই হলো দান।

১৯. সামাজিক আইন বলতে কি বুঝ?
= কুসংস্কার ও কুপ্রথা এবং সামাজিক সমতা আনয়নের লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে সার্বভৌম প্রতিষ্ঠান প্রণীত বিধিবিধান হল সামাজিক আইন।

২০. “COS” কী?
= COS এর পূর্ণরুপ Charity Organisation Society.

২১. পঞ্চদৈত্ত কী কী?
= অজ্ঞতা, অসুস্থতা, অলসতা, মলিনতা এবং অভাব।

২২. চিকিৎসা সমাজকর্ম কী?
= চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের যে শাখা কাজ করে তাকে চিকিৎসা সমাজকর্ম বলে।

২৩. আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
= সৈয়দ আহমেদ খান।

২৪. সমাজকর্মের সহায়ক পদ্মতি কী কী?
= সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি। যথা- (১) ব্যক্তি সমাজকর্ম (২) দল সমাজকর্ম (৩) সমষ্টি সমাজকর্ম।

২৫. “Social Diagnosis” গ্রন্থের রচয়িতা কে?
= ম্যারি রিচমন্ড।

২৬. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?
= রাজা রামমোহন রায়।

২৭. AIDS এর পূর্ণরূপ কী?
= Acquired Immuno Deficiency Syndrome.

২৮. রাজা রামমোহন রায় কে ছিলেন?
= বাংলার নবজাগরণের পথিকৃৎ, অগ্রণী ও সমাজ সংস্কারক ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group