শিক্ষা খবর

অনার্স প্রথম বর্ষ (নন-মেজর) সাজেশন বিষয়ঃ সমাজবিজ্ঞান পরিচিতি Honors First Year Introducing Sociology Suggestion

অনার্স প্রথম বর্ষ (নন-মেজর) সাজেশন বিষয়ঃ সমাজবিজ্ঞান পরিচিতি Honors First Year Introducing Sociology Suggestion.

অনার্স প্রথম বর্ষ (নন-মেজর) সাজেশন বিষয়ঃ সমাজবিজ্ঞান পরিচিতি

ক বিভাগ উত্তরসহ
১. ‘Socius’ কোন ভাষার শব্দ?
= ল্যাটিন।

২. সমাজবিজ্ঞানের জনক কে?
= অগাস্ট কোৎ।

৩. বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
= ড. নাজমুল করিম।

৪. “সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান”- উক্তিটি কার?
= এল. ফ্রাঙ্কওয়ার্ড ও ডব্লিউ.জি.সামনারের।

৫. “Sociology” শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
= অগাস্ট কোৎ।

৬. সংস্কৃতির প্রধান দুইটি ধরন কী?
= বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি।

৭. বিশ্বায়ন প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
=অধ্যাপক মার্শাল ম্যাকলুহান।

৮. শিল্প সমাজ কী?
= শিল্পনির্ভর বা শিল্পের দ্বারা প্রতিষ্ঠিত সমাজই শিল্প সমাজ নামে পরিচিত।

৯. ” Sociology is the systematic study of social behavior and human groups. ” – উক্তিটি কার?
= আর.টি শেফার।

১০. সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সঙ্গা কে দিয়েছেন?
= বৃটিশ নৃবিজ্ঞানী ই.বি.টেইলর।

১১. সামাজিক শ্রেনী কি?
= সামাজিক শ্রেনী হল সমাজের স্তর বা ধাপ৷ যেমন: সমাজে তিন শ্রেনীর লোক বসবাস করে ৷ ধনি,মধ্যবৃত্ত,গরিব ৷

১২. জলবায়ু পরিবর্তন কী?
= কোন স্থানের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তনকে জলবায়ু পরিবর্তনই জলবায়ু পরিবর্তন।

১৩. বিশ্বায়নের দুটি কারণ লিখ।
= উন্নত পরিবহন,
উন্নত বাণিজ্য,
শ্রম বৃদ্ধি,
মূলধনের গতিশীলতা এবং
উন্নত প্রযুক্তি।

১৪. বিচ্যুত আচরণ কি?
= কোন ব্যক্তি যখন সামাজিক রীতিনীতি আইন কানুন ও আদর্শ অনুসারে কাজ করে না তখন সে ব্যক্তিকে বিচ্যুত ব্যক্তি এবং ঐ ব্যক্তির আচরণকে বিচ্যুত আচরণ বলে।

১৫. “সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক।” — কে বলেছেন?
= দার্শনিক কান্ট।

১৬. “জৈবিক সংহতি” প্রত্যয়টি কার?
= সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম এর।

১৭. ‘Horticulture’ কী?
= নিবিড় পরিচর্যায় স্বল্প পরিসরে উদ্যানে ফুল ও ফলের চাষ।

১৮. AIDS এর পূর্ণরূপ কী?
= Acquired Immuno Deficiency Syndrome.

১৯. WHO & GAD এর পূর্ণরূপ কী?
WHO= World Health Organisation.
GAD= Gender and Development.

২০. সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপন্ঞ্চের বিজ্ঞান রূপে আখ্যায়িত করেন কে?
= সামনার সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন।

২১. STD এর পূর্ণ অভিব্যক্তি কী?
= Sexually Transmitted Disease.

২২. মেঘাসিটি কী?
= এক কোটিরও অধিক জনসংখ্যা অধ্যুষিত শহর।

২৩. বস্তি কী?
= অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে সৃষ্ট দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এমন লোকদের বাসস্থান।

২৪. দুর্যোগ কত প্রকার ও কি কি?
= দুই প্রকার, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ।

২৫. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
= ৮ই মার্চ।

২৬. Caste শব্দটি প্রথম কারা ব্যবহার করেন?
= পর্তুগিজরা।

২৭. সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব কে প্রদান করেন?
= সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

২৮. সামন্ত সমাজের প্রধান দুইটি সামাজিক শ্রেনীর নাম লিখ।
= ১) সামন্ত প্রভু বা ভূ-স্বামী এবং
২) ভূমিদাস।

২৯. সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি?
= শ্রেনী ও মর্যাদা গোষ্ঠী।

৩০. আদর্শ নমুনা কী?
= কোনো রকম নিয়ম রীতি মেনে কোনো ব্যক্তি বা বস্তুকে অনুকরন বা অনুসরন করা।

ক বিভাগ

১. ‘Socius’ কোন ভাষার শব্দ?
২. সমাজবিজ্ঞানের জনক কে?
৩. বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
৪. “সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান”- উক্তিটি কার?
৫. “Sociology” শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
৬. সংস্কৃতির প্রধান দুইটি ধরন কী?
৭. বিশ্বায়ন প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
৮. শিল্প সমাজ কী?
৯. ” Sociology is the systematic study of social behavior and human groups. ” – উক্তিটি কার?
১০. সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সঙ্গা কে দিয়েছেন?
১১. সামাজিক শ্রেনী কি?
১২. জলবায়ু পরিবর্তন কী?
১৩. বিশ্বায়নের দুটি কারণ লিখ।
১৪. বিচ্যুত আচরণ কি?
১৫. “সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক।” — কে বলেছেন?
১৬. “জৈবিক সংহতি” প্রত্যয়টি কার?
১৭. ‘Horticulture’ কী?
১৮. AIDS এর পূর্ণরূপ কী?
১৯. WHO & GAD এর পূর্ণরূপ কী?
২০. সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপন্ঞ্চের বিজ্ঞান রূপে আখ্যায়িত করেন কে?
২১. STD এর পূর্ণ অভিব্যক্তি কী?
২২. মেঘাসিটি কী?
২৩. বস্তি কী?
২৪. দুর্যোগ কত প্রকার ও কি কি?
২৫. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
২৬. Caste শব্দটি প্রথম কারা ব্যবহার করেন?
২৭. সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব কে প্রদান করেন?
২৮. সামন্ত সমাজের প্রধান দুইটি সামাজিক শ্রেনীর নাম লিখ।
২৯. সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি?
৩০. আদর্শ নমুনা কী?

খ বিভাগ

১। সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর।
২। সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।
৩। নগরায়ন/ বিশ্বায়ন বলতে কি বুঝ?
৪। অতি নগরায়ন কী?
৫। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
৬। সামাজিক স্তরবিন্যাসের সঙ্গা দাও।
৭। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝ?
৮। বিচ্যুতি ও অপরাধের মধ্যে পার্থক্য কী?
৯। সংস্কৃতি কী?
১০। সামাজিক অসমতা ব্যাখ্যা কর।
১১। সংক্ষেপে বনশূন্যতার কারণগুলো লিখ।
১২। সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা আলোচনা কর।
১৩। প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝ?
১৪। আদর্শ নমুনা কী?
১৫। জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ?
১৬। আধিপত্য কাকে বলে?
১৭। জেন্ডার ও উন্নয়নের ব্যাখ্যা দাও।
১৮। ভদ্রবেশী অপরাধ বলতে কি বুঝ?
১৯। STD কী এবং কীভাবে প্রতিরোধ করা যায়?
২০। শিল্প সমাজ কী?/ দৃষ্টবাদ কী?

গ- বিভাগ

১। তৃতীয় বিশ্বের দেশসমূহের বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর।
২। বাংলাদেশের সমাজের উপর নগরায়নের প্রভাব আলোচনা কর।
৩। সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা কর।
৪। প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝ? বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণসমূহ বর্ণনা কর।
৫। সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁতের অবদান মূল্যায়ন কর।
৬। অগবার্ন প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর।
৭। লিঙ্গ বৈষম্য কী? লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রসমূহ আলোচনা কর।
৮। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৯। অতি নগরায়ন কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০। মার্কসের মতানুযায়ী সমাজ বিকাশের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
১১। সমাজ জীবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
১২। সামাজিক অসমতা কী? সামাজিক অসমতার উপাদান গুলি কী কী? আলোচনা কর।
১৩। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজ বিজ্ঞানের উদ্ভদ ও বিকাশ আলোচনা কর।
১৪। এইডস এর কারণ ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group