উপবৃত্তি নিউজ

কম খরচে USA ভিসা: ফুল-ফ্রি স্কলারশিপ বিশ্বসেরা স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটিতে পড়ুন Scholarships in Stanford University USA

কম খরচে USA ভিসা: ফুল-ফ্রি স্কলারশিপ বিশ্বসেরা স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটিতে পড়ুন Scholarships in Stanford University USA । USA মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ দিচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রাম বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ থাকে এই প্রোগ্রামে অংশগ্রহণের। প্রতিবছর প্রায় এক’শ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।

২০২৩–২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কার্যক্রমের আওতায় স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে সিসিআই। এই কার্যক্রমে বাংলাদেশের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমেরিকান যেকোন একটি কমিউনিটি কলেজে পূর্ণকালীন এক শিক্ষাবর্ষে থাকতে শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্যক্রমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে থেকে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনা শেষে নতুন জ্ঞান, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হয়ে শিক্ষার্থীরা আবার দেশে ফিরে আসতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

১। বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক বা স্থায়ী অভিবাসী হওয়া যাবে না।

২। ২০২৩ সালের ১ জুলাই পর্যন্ত বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।

৩। উচ্চমাধ্যমিক/এ লেভেল পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেছেন অথবা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে ভর্তি আছেন।

৪। ইংরেজি ভাষায় লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে এবং TOEFL স্কোর ৪২০ বা IELTS স্কোর ৫.০ পেতে সক্ষম হতে হবে। ইতিমধ্যে TOEFL বা IELTS-এর স্কোর থেকে থাকলে, সেটি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। মনে রাখতে হবে, আবেদনের আগে ইংরেজি পরীক্ষার স্কোর থাকলে নির্বাচনপ্রক্রিয়ায় সুবিধা পাওয়া যাবে।

৫। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজে বাংলাদেশি সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরতে আগ্রহী ও সমর্থ হতে হবে।

৬। যুক্তরাষ্ট্রে অধ্যয়ন বা ভ্রমণের অভিজ্ঞতা সীমিত বা নেই। বিদেশে অধ্যয়ন বা ভ্রমণের অভিজ্ঞতা না থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বৃত্তির সুবিধাসমূহ:
সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে । বসবাস এবং একাডেমিক ব্যয়ের জন্য থাকবে নাইট হেনেসি উপবৃত্তি (যেমন কক্ষ এবং বোর্ড, বই, একাডেমিক সরবরাহ, নির্দেশমূলক সামগ্রী, স্থানীয় পরিবহন এবং যুক্তিসঙ্গত ব্যক্তিগত ব্যয়)। এছাড়াও নাইট-হেনেসি স্কলারপ্রাপ্ত শিক্ষার্থীরা একাডেমিক কাজের জন্য পরিপূরক তহবিলের (যেমন- কনফারেন্স ভ্রমণ) আবেদন করতে পারবে।

উপবৃত্তিঃ
ভ্রমণ অনুদান
যোগ্যতা:
বিশ্বের সকল দেশের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ উন্মুক্ত। এমনকি আবেদনকারীকে কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোন ধরনের অনুমোদনের প্রয়োজন হবে না।

প্রথমত, নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রামে আবেদনের পাশাপাশি আপনাকে অবশ্যই স্ট্যানফোর্ডে ফুলটাইম মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। অবশ্যই প্রত্যেক নবাগত নাইট-হেনেসি স্কলারকে স্ট্যানফোর্ডের স্নাতক প্রোগ্রামে সদ্য তালিকাভুক্ত শিক্ষার্থী হতে হবে, তবে এটি ডিএমএ, জেডি, এমএ, এমবিএ, এমডি, এমএফএ, এমপিপি, এমএস বা পিএইচডি প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়ভিত্তিক নির্দিষ্ট কোনো কোটা নেই। কমপক্ষে দুই বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই জানুয়ারি ২০১৬ সাল বা তার পরে, একটি ইউএস স্নাতক ডিগ্রী বা স্বীকৃত অবস্থানের একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে এর সমতুল্য ডিগ্রি অর্জন থাকতে হবে। আপনি যদি ২০২৩ সালে কোহর্টে যোগদানের জন্য আবেদন চান, তাহলে আপনাকে অবশ্যই জানুয়ারি ২০১৬ বা তার পরে একটি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে; আর ২০২৪ সালে কোহর্টে যোগদানের জন্য আবেদন করতে, আপনাকে অবশ্যই জানুয়ারী ২০১৭ বা তার পরে একটি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বিস্তারিত জানতে ঘুরে আসুন https://knight-hennessy.stanford.edu/admission/planning-apply/why-khs

যেভাবে আবেদন করবেন:
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৩- এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। স্নাতকোত্তরের জন্য ক্লিক করুন https://www.stanford.edu/admission/, আর পিএইচডির জন্য জানতে ক্লিক করুন https://knight-hennessy.stanford.edu/admission/planning-apply/dates-and-deadlines।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group