রেজাল্টশিক্ষা নিউজ

এইচএসসি ও আলিম পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ শেষ আজ

এইচএসসি ও আলিম পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণের সময় আজ রোববার শেষ হচ্ছে। যেসব পরীক্ষার্থী ফলে অসন্তুষ্ট হয়েছেন তারা গত ১৪ ফেব্রুয়ারি থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারছেন। এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হচ্ছে। প্রতি পত্রের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা আলাদা বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনঃনিরীক্ষার সার্বিক প্রক্রিয়া জানানো হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেয়া হবে তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC YES PIN-NUMBER MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে

শুধুমাত্র টেলিটক সিম থেকেই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাচ্ছে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আলিমের ফল পুনঃনিরীক্ষার জন্য বোর্ডের নামের প্রথম তিন অক্ষর MAD লিখতে হবে।) একাধিক বিষয়ের উত্তর পত্র পুনঃনিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন, 174, 175, 176 ইত্যাদি।

The opportunity to apply for re-examination of HSC and Alim examination results ends today. The time to accept applications for the re-examination of HSC and Alim examination results ends on Sunday. Candidates who are dissatisfied with the results can apply for a re-examination of the results from February 14. Application for the re-examination of the result is being taken through SMS. The application fee for the re-examination of the result of each paper has been fixed at Rs 150. In a separate notification issued by the Dhaka Board and Madrasah Education Board, the overall process of re-examination of his results has been informed.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group