শিক্ষা খবরশিক্ষা নিউজ

অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেওয়ার নামে স্কুলে চলছে প্রাইভেট ক্লাস

সরকারের নির্দেশনা অমান্য করে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেওয়ার নামে স্কুলে চলছে প্রাইভেট ক্লাস। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক একরামুল হকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

গত শনিবার বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসে আছে ষষ্ঠ শ্রেণির প্রায় ২৭ থেকে ৩৭ শিক্ষার্থী। এক বেঞ্চে দুই থেকে তিনজন করে বসেছে তারা। কারও মুখে মাস্ক নেই। অন্য একটি কক্ষে দেখা দেখা যায়, শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন কম্পিউটার শিক্ষক একরামুল হক। তার মুখেও নেই সুরক্ষা মাস্ক।

কয়েক শিক্ষার্থী জানায়, প্রতিদিন প্রাইভেট পড়তে যায় তারা। বকাবকি করতে পারে ভেবে নাম না বলতে অনুরোধ করে শিক্ষার্থীরা।

শিক্ষক একরামুল হক বলেন, প্রাইভেট পড়াচ্ছি না। শিক্ষার্থীরা বোঝে না অ্যাসাইনমেন্ট কী। তাই প্রধান শিক্ষক বলেছেন, যারা অ্যাসাইনমেন্ট বোঝে না তাদের বুঝিয়ে দিতে।

মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব জুয়েল এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী বলেন, যদি ওই শিক্ষক প্রাইভেট পড়িয়ে থাকেন তবে সেটি অপরাধ। বিষয়টি জানা ছিল না, বিষয়টা দেখছি।

ফুলাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

Dainikshiksha

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group