শিক্ষা খবরশিক্ষা নিউজ

জেএসসি পরীক্ষা দু-এক বছর পর হবে না

জেএসসি পরীক্ষা দু-এক বছর পর হবে না।অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দু এক বছরের মধ্যেই উঠে যাচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেছেন, চলতি বছরের জেএসসি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হলে ২০২৪ সাল থেকে জেএসসি পরীক্ষা উঠে যাওয়ার কথা ছিলো।

২০২৩ সালের ১ম ও ২য় শ্রেণি ও ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৪ সালের ৩য় ও ৪র্থ শ্রেণি এবং ৮ম ও ৯ম শ্রেণি এ শিক্ষাক্রমের আওতায় আসবে। এ শিক্ষাক্রমের আওতায় ২০২৫ সালের মধ্যে সব শিক্ষার্থীকে নিয়ে আসা হবে। নতুন শিক্ষাক্রম অনুসারে নবম দশম শ্রেণিতে বিভাগ থাকবে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুসারে আগামী ২০২৪ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিভাগ বিভাজন উঠে যাচ্ছে। ২০২৪ সালে ৯ম শ্রেণির ও ২০২৫ সালে দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠছে।

২০২৩ সালে থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এ শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ে শুধু দশম শ্রেণিতে একটি ও উচ্চমাধ্যমিক পর্যয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে একটি পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল নিয়ে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফল নির্ধারণ হবে। ২০২৪ সাল থেকে ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে। যদি এমন সিদ্ধান্তই বাস্তবায়ন হয় তাহলে আগামী ২০২৪ সাল থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষাও থাকবে না।

জেএসসি পরীক্ষা নিয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, জেএসসি পরীক্ষা নিয়ে একটি ভুল বোঝাবুঝি আছে। অনেকে মনে করেন জেএসসি একটি পাবলিক পরীক্ষা। কিন্তু এটি পাবলিক পরীক্ষা নয়। মন্ত্রণালয়ের একটি আদেশের বলে এ পরীক্ষাটি নেয়া হয়। জেএসসি পরীক্ষা গত দুই বছর আমরা নিচ্ছি না। শিক্ষার্থীদের আমরা একটি সনদ দিয়ে দিচ্ছি। চলতি বছরের জেএসসি পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু দু-এক বছর পর জেএসসি পরীক্ষা এমনিতেই থাকছে না।

The JSC exam will not be held after a year or two. The junior school certificate examinations for class VIII students are going up in a year or two, said Professor Nehal Ahmed, director-general of the Directorate of Secondary and Higher Education. He said no decision has been taken yet on this year’s JSC exam. The JSC exam was scheduled to be held from 2024 when the implementation of the new curriculum began.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group