শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং কার্যক্রম শুরু আগামী সপ্তাহে

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু আগামী সপ্তাহে।দুই বছরের বেশি সময় পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বদলি কার্যক্রমের পাইলটিংয়ের উদ্বোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে সারা দেশের সব শিক্ষকের বদলি কার্যক্রম চলবে।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, মার্চে শিক্ষক বদলির পাইলটিং শুরু হবে। অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি)। শিক্ষকদের ভোগান্তি লাঘবে এই সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করে আগামী মঙ্গল বা বুধবার পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হবে।’ কালিয়াকৈর উপজেলায় পাইলটিং শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক। মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

The piloting process of the transfer of teachers in primary schools will begin next week. After more than two years, the piloting process of transfer of government primary school teachers will begin next week. Piloting of the transfer program will be inaugurated in Kaliakair Upazila of Gazipur. After that, the transfer of all the teachers from all over the country will continue. Earlier on February 17, in response to questions from reporters at a press conference on the opening of educational institutions at the Secretariat, the Primary and Mass Education Minister had said that piloting of teacher transfers would begin in March. The Information Management Department (IMD) of the Department of Primary Education is responsible for conducting the online primary teacher transfer activities. An initiative was taken to launch this service to ease the suffering of teachers.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group