জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্ম পেপার (Term paper) কিভাবে তৈরি করতে হয়? National University Term Paper 2022 জেনে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্সে টার্ম পেপার / মৌখিক পরীক্ষা/ মাঠ কর্ম পরীক্ষার উল্লেখ রয়েছে তবে অনেক পরীক্ষার্থী রয়েছে কিভাবে টার্ম পেপার লিখতে হয় সেটি জানেন না। আজকে এব্যাপারে আলোচনা করা হবে। যাতে শিক্ষার্থী নিজেই টার্ম পেপার লিখতে পারে।
NU অনার্স ২য় বর্ষ/ ৪র্থ বর্ষ/ ডিগ্রি/ মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) শিক্ষার্থীদের টার্ম পেপার (Term Paper) কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
টার্ম পেপার লেখার নীতিমালা:
কমপক্ষে ৩,০০০ শব্দের লেখা হতে হবে অর্থাৎ ২৫ থেকে ৩৫ পৃষ্ঠা কমপক্ষে লিখতেই হবে ভাল নাম্বার পেতে চাইলে৷
A4 সাইজের সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে ৷
অাকর্ষণীয় কভার পৃষ্ঠা থাকতে হবে ৷
কলেজভেদে টার্ম পেপারের লেখা কম্পিউটার কম্পোজ বা হাতে লিখতে হবে এজন্য টার্ম পেপার লিখার আগে স্যারের সাথে পরামর্শ করবেন তব এ হাতে লিখাই উত্তম পন্থা ৷
টার্ম পেপারে যা যা লিখতে হবে:
✔লেখকের কথা
✔তত্ত্বাবধায়কের কথা
✔কৃতজ্ঞতা স্বীকার
✔সূচীপত্র
✔সার সংক্ষেপ
✔বিষয় বিবরণ ও আলোচনা (৮-১০ টা পয়েন্ট)
✔উপসংহার
✔রেফারেন্স/তথ্যসূত্র
বি দ্র: টার্ম পেপার কারো কাছ থেকে কপি করে লেখা উচিত না, নিজের সৃজনশীলতা আর মেধাকে কাজে লাগিয়ে নিজেই এটি তৈরি করতে পারলে অনেক কিছু শেখা আর জানা যায় ৷
যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অথরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া-শুনা করে তাদের ২য় ও ৪র্থ বর্ষে বিভিন্ন বিভাগে যারা পড়াশুনা করে তারা এই বিষয়টি নিয়ে অনেক Tension করে। আজকে তাদের এই টেনশন দূর করার জন্যই আপনাদের জন্য এই আর্টিকেল টি হেল্পফুল হবে।
Related searches
টার্ম পেপার pdf download
মাস্টার্স টার্ম পেপার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
মাস্টার্স টার্ম পেপার অর্থনীতি বিভাগ
টার্ম পেপার ইসলাম শিক্ষা
টার্ম পেপার কভার পেজ
টার্ম পেপার হিসাববিজ্ঞান
রিসার্চ পেপার লেখার নিয়ম pdf
পোশাক শিল্প নিয়ে টার্ম পেপার