প্রশ্ন সমাধানশিক্ষক নিয়োগ তথ্য

প্রাথমিকে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022

প্রাথমিকে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022 নিয়ে আজকে আলোচনা করা হবে। সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (২১ জুন) অনুষ্ঠিত হয়েছে। Daily Result BD পাঠকদের জন্য শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর তুলে ধরা হলো। 21st June held Primary Teacher Job Exam 3rd Phase Question Answer/Solution 2021.

চার ধাপে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪র্থ ধাপের পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উল্লেখ্য, গত ২৪ মে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা এবং ৩১ মে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

প্রাথমিকে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯

প্রাথমিকে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯

৩য় ধাপের বাংলা অংশের সমাধান
০১) তুমি না বলেছিলে এখানে আসবে এখানে “না” এর ব্যবহার কী অর্থে?
উত্তর–প্রশ্নবোধক
০২) বর্ণ হচ্ছে—?
উত্তর–(ধ্বনি নির্দেশক প্রতীক)
০৩) “তেপান্তর” কোন সমাসের উদাহরণ?
উত্তর—(দিগু)তিন প্রান্তের সমাহার
০৪) অসমাপ্ত “অদ্ভুতসাগর”গ্রন্থটি কে সমাপ্ত করেন?
উত্তর–লক্ষ্মণ সেন
০৫) “সুন্দর”মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।এখানে সুন্দর?
উত্তর–বিশেষ্য পদ
০৬) আমি,তুমি, সে–?
উত্তর–(আমরা)
০৭) বুঝে শোনে উত্তর দাও নতুবা ভুল হবে।বাক্যটি কোন শ্রেণির?
উত্তর–যৌগিক
০৮) “সকল শিক্ষকগণ সভায় উপস্থিত” বাক্যটি কোন দোষে দুষ্ট?
উত্তর–(বাহুল্য দোষে)
সমাধানে রমজান
০৯) একই নামে দুটি মিলিত উচ্চারিত স্বরধ্বনিকে কী বলে?
উত্তর–যৌগিক স্বর
১০) কোন বানানটি শুদ্ধ?
উত্তর–অতিথি
১১)অতিকায় শব্দের বিপরীত শব্দ?
উত্তর–ক্ষুদ্রকায়
১২) “শাহানামা” গ্রন্থটি কার?
উত্তর–ফেরদৌসির
১৩) “টাকায় টাকা আনে” টাকায় কোন কারকে কোন বিভক্তি?
উত্তর–অপাদানে ৭মী
১৪) “গায়ক” এর সন্ধি বিচ্ছেদ
উত্তর–গৈ+অক
১৫) “মেঘলা” কি ধরনের পদ?
উত্তর–বিশেষণ
১৬) শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর–দরিদ্রতা অভিশাপ
১৭) শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
উত্তর–গণনা,গণিকা,শোণিত
১৮) সিত এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর– শ্বেত/শুভ্র বা সাদা। ক হতে পারে নিচের ৩টা সমার্থক নয়
১৯) আমরি বাংলা ভাষা” এখানে “আ” দ্বারা কি প্রকাশ পেয়েছে?
উত্তর–আনন্দ
২০) আমি যাব তবে কাল যাব” কোন ধরনের বাক্য?
উত্তর–জটিল বাক্য
(ভুল লক্ষ্য করলে ঠিক করে নিয়েন)

প্রাথমিকে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯

প্রাথমিকে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯

আজকে অনুষ্ঠিত প্রাইমারি সহকারী শিক্ষক পদের ইংরেজি অংশের সমাধান।
Worked out by,
Ekarash Chowdhury Ekram
Gentle (Antonym)
Rude
.
Manifesto means
Policy Statement
.
Pass for means
Appear to be
.
Competent means
Able
.
Correct sentence
Fifty miles is a long distance
.
The poor are not always dishonest
.
Hardly means
Scarcely
.
Mankind means
The human race
.
Purchase (opposite)
Sell
.
Friendship(opposite)
enmity
.
Correct spelling
Ascertain
.
Panic (antonym)
relax
.
The headmaster is the—person in the village.
Ans.wisest
.
He sleeps a sound sleep. here the sound is a/an
Adjective
.
Everybody longs —-happiness
Ans.for
.
.
Harvest is related to
Ans.crop
.
Famous (antonym)
obscure
.
He said, what a pity (indirect speech)
He exclaimed that it was a great pity
.
Optimistic is too cheerful as a pessimist is to
Ans. gloomy

গণিত অংশ সমাধানঃ
৪৯. ২১
৫০. ২৪ দিন
৫১. ৭৮৬
৫২. ৬৪
৫৩. ৫৩১৩
৫৪. ৫৬
৫৫. ২৪০০
৫৬. ৯
৫৭. 7-4√3
৫৮. 0
৫৯. 4.625%
৬০. ৮ বছর
৬১. 1/4
৬২. 32
৬৩. 10
৬৪. 2
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬৫. বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশী মহিলা পার্লামেন্ট সদস্য রয়েছে- সুইডেন
৬৬. প্রধানমন্ত্রী
৬৭. ভারত
৬৮. পাকিস্তান
৬৯. লন্ডন
৭০. ভ্যাটিকান সিটি
৭১. ডেনমার্ক
৭২. ১০ ডিসেম্বর
৭৩. আবদুল গাফফার চৌধুরী
৭৪. ড.শিরিন শারমিন
৭৫. শিশু দিবস
৭৬. রিয়েল
৭৭. সানা
৭৮. ইংল্যান্ড ও ওয়েলস
৭৯. ১৮২৭
৮০. বাগেরহাট জেলা

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group