শিক্ষা নিউজ

কলেজগুলোকে টিসি বাবদ অতিরিক্ত টাকা না নেয়ার নির্দেশ

টিসি নেয়ার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিতে পারবে না কলেজগুলো। বোর্ড নির্ধারিত ৭০০ টাকা ফি অনলাইনে পরিশোধ করেই টিসি ও বোর্ড টিসি নিতে পারবে শিক্ষার্থীরা। আর এ জন্য কোন অতিরিক্ত ফি নেয়া হলে কলেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে ঢাকা বোর্ড। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে টিসি ফি বাবদ অতিরিক্ত টাকা গ্রহণ না করতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছে বোর্ড। আর শিক্ষার্থী যে মাসে কলেজ থেকে টিসি নেবে সে মাস পর্যন্ত বেতন আদায় করতে পারবে কলেজগুলো। ঢাকা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১০ জানুয়ারি থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। তবে, কলেজগুলো শিক্ষার্থীদের টিসি দিতে অতিরিক্ত টাকা রাখছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

এ পরিস্থিতিতে কলেজগুলোকে টিসি বাবদ অতিরিক্ত টাকা না নেয়ার নির্দেশনা দিলো ঢাকা বোর্ড।

বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠান উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ইটিসি বা বিটিসি ফি গ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে। তবে, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের অতিরিক্ত ফি নেয়ার কোন সুযোগ নেই। এ ধরণের বেআইনি ও অপরাধমূলক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে বলেছে শিক্ষা বোর্ড। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরণের কাজের প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে বোর্ড।

বোর্ড আরও বলছে, ইটিসি ও বিটিসির ক্ষেত্রে কেবল বোর্ড ফি ৭০০ টাকা অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। বিধি অনুসারে শিক্ষার্থীর বর্তমান প্রতিষ্ঠান কোন শিক্ষার্থীরা ইটিসি ও বিটিসির আবেদন অগ্রায়ণ করতে বাধ্য। শিক্ষার্থীরা যে মাসে টিসি নেবে সে মাস পর্যন্ত কলেজগুলো বেতন নিতে পারবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group