তথ্যপ্রযুক্তি

ফেসবুক বন্ধ কেন? যা জানালেন টেলিযোগাযোগমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অচল হয়ে আছে ১৯ ঘণ্টা হতে চলল। ফেসবুকে লগইন করা থেকে শুরু করে মেসেঞ্জারে কিছুই করা যাচ্ছে না। জানা যাচ্ছে না এই সমস্যার স্পষ্ট কারণ। তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্ম বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারাই বিষয়টি বলতে পারবে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর থেকে দেশের ফেসবুক ব্যবহারকারীদের বেশির ভাগই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিল না। কেউ কেউ প্রবেশ করলেও স্বাভাবিক সেবা পাচ্ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত না। এটা আইনশৃঙ্খলা বাহিনী করেছে। তারাই বলতে পারবেন কেন বন্ধ আছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারেরই অংশ। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে।’

আইটি বিশেষজ্ঞ সাবির আহম্মেদ সুমন বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও সুনির্দিষ্ট কোনো কারণ পাই নাই। তা ছাড়া অফিশিয়ালি কোনো নির্দেশনা নাই। তবে ফেসবুকে ঝামেলা হচ্ছে, এটা আমরা সবাই লক্ষ করছি।

‘কোথাও এই সমস্যা বেশি, কোথাও কম। সবার একই সমস্যা হচ্ছে বিষয়টা এমনও না। কোনো ইউজার একেবারেই পাচ্ছে না। কেউ মাঝে মাঝে পাচ্ছে, পেলেও ধীরগতিতে পাচ্ছেন।’

কেন এমনটা হবে? এ প্রশ্নের জবাবে সাবির আহম্মেদ বলেন, ‘এটা দুটি কারণে হতে পারে। আমাদের সরকার থেকে ফিল্টারিং হতে পারে অথবা ওখানে কোনো মিস কনফিগারেশনের ব্যবহারের কারণে হতে পারে। এ ছাড়া আর কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না।’

নিউজ বাংলা

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group