জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা

২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট এক হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে এক লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী ২য় বর্ষের পরীক্ষায় অংশ নেবে।

আরো জানানো হয়েছে, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি যেকোন সমস্যায় ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group