পরীক্ষাশিক্ষা নিউজ

এইচএসসির আসন বিন্যাস ও কেন্দ্র তালিকা 2022 প্রকাশ

চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস 2022 প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম আমিরুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র তালিকাটি গতকাল বুধবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।এতে বলা হয়েছে, ‌এইচএসসি পরীক্ষা-২০২২ এর কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্যাদির বিবরণ দেওয়া হলো।কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংল্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে কেন্দ্র ফির টাকা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে সাদা উত্তরপত্র অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

এতে আরও বলা হয়, প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন। ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দেবেন।’চলতি বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণ গত ৪ সেপ্টেম্বর শেষ হয়। এবার এইচএসসির ফরম পূরণ করেছে ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯, যাদের সবাইকে অটোপাস দেওয়া হয়েছিল। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪১ হাজার ২৭১ জন।

এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষার সংশোধিত আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত আসন বিন্যাস প্রকাশিত হয়। এতে স্বাক্ষর করেছেন বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদ বক্ত চৌধুরী।

সংশোধিত আসন বিন্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২২ এর কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণ প্রদান করা হলো।

ভারতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ নভেম্বর, শিক্ষাবর্ষ ৯ মাস

এইচএসসির আসন বিন্যাস ও কেন্দ্র তালিকা 2022 প্রকাশ https://dhakaeducationboard.gov.bd/data/20221011160624359547.pdf

This year’s HSC examination center list and seating arrangement have been published by Dhaka Secondary and Higher Secondary Education Board. Board of Education Examiner Prof. S. In a circular signed by M Amirul, the list of centers was published on the website on Wednesday. The center will collect the fee from the principal of the concerned college and conduct the examination by collecting confidential documents, white answer papers, and other documents from the Dhaka Education Board through the deputy commissioner.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group