তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

ইউটিউব ইন্টারনেট ছাড়া দেখার উপায়

ইউটিউব ইন্টারনেট ছাড়া দেখার উপায়।ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা এখন সারাবিশ্বেই। প্রতিদিন বিশ্বব্যাপী কয়েকশো কোটি গ্রাহক এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। শুধু বিনোদনের জন্যই নয় কন্টেন্ট তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে।এজন্য অতিরিক্ত কোনো অ্যাপও ডাউনলোড করতে হবে না। আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় গ্রাহকরা অফিশিয়াল ইউটিউব অ্যাপ থেকেই অফলাইনে প্রায় সব ভিডিও দেখার সুযোগ পাবেন।

ইউটিউব দেখতে আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, একথা সবারই জানা। তবে সব সময় হয়তো ইন্টারনেট থাকে না। অনেক সময় স্লো ইন্টারনেট কানেকশনের কারণে ভিডিও স্ট্রিমিং বন্ধ করে দিতে হয়। এবার আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন।

কীভাবে ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে ইউটিউবে ভিডিও দেখবেন-

১: ভিডিও স্ট্রিমিং শুরু হলে নিচে ডাউনলোড আইকনে ট্যাপ করুন।
২: এরপরে ডাউনলোডের কোয়ালিটি বেছে নিন।
৩: এবার অফলাইনে ইউটিউবের হোম পেজ থেকে ডাউনলোড অপশনে গিয়ে ভিডিও দেখতে পারবেন।
৪: প্রথমে নিজের ফোনের ইউটিউব অ্যাপ ওপেন করুন।
৫: হোম পেজে ডান দিকে উপরে সার্চ আইকনে ট্যাপ করুন।
৬: এবার যে ভিডিও অফলাইনে দেখতে চান সেই ভিডিওটি সার্চ করুন।

YouTube is a way to watch without the internet. The video streaming platform YouTube is now popular all over the world. Hundreds of millions of customers worldwide use this platform every day. Thousands of rupees can be earned from YouTube by creating content not just for entertainment. For this, you don’t have to download any additional app. Both iPhone and Android customers will have the opportunity to watch almost all videos offline from the official YouTube app.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group