শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ৩ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এজন্য সোমবার (৩০ মে) থেকে ৩ জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। আজ বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০ থেকে ২২ এপ্রিল সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে অধিদপ্তর।

আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে যেসব জেলা ও উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, তার একটি তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এদিন ২২টি জেলার মধ্যে ১৪ টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা হবে। মোট ১৩ লাখের বেশি প্রার্থীর মধ্যে এ দিন ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন প্রার্থীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর এক পদের বিপরীতে পরীক্ষা দেবেন ২৯ জন। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি ও স্থান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তি ছাড়াই গত এক সপ্তাহ ধরে অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এ কারণে এ সময় নানা স্তরের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এমনকি আজ বুধবার বিজ্ঞপ্তি জারির আগেও গত এক সপ্তাহ ধরে ডিপিইর অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় বহু দূর থেকে জরুরি কাজে অধিদপ্তরে এলেও দীর্ঘ সময় গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে চলে যেতে হয়েছে অনেককে।

The Department of Primary Education will be closed for three days. The Department of Primary Education (DPE) will be closed for three days from Wednesday to next Friday. This has been informed in a notification published on Wednesday. The written test for the appointment of assistant teachers in government primary schools will be held on April 22. On this occasion, the entrance of all visitors will be closed from 20 to 22 April in the Department of Primary Education. In the notification, the department has sought everyone’s cooperation in this regard.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group