পরীক্ষারেজাল্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ ইউনিটের ফল প্রকাশিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ৫টি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এসব ইউনিট হচ্ছে- ‘বি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিট। তাছাড়া আরও ৫টি ইউনিটের পরীক্ষা এখনও বাকি রয়েছে। এসবের মধ্যে রয়েছে- ‘এ’, ‘সি’ ‘ই’, ‘সি-১’ এবং ‘আই’ ইউনিট। গত ৯ নভেম্বর শুরু হয়ে বিভিন্ন ইউনিটের পরীক্ষা শেষ হবে আগামী ২২ নভেম্বর।আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ‘ই’ এবং ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের এবং ২১ এবং ২২ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Jahangirnagar University has published the results of 5 units of the admission test for the first year of graduation (honors) of the 2020-21 academic year. These units are – ‘B’, ‘D’, ‘F’, ‘G’ and ‘H’ units. Moreover, the examination of 5 more units is still pending. These include ‘A’, ‘C’, ‘E’, ‘C-1’ and ‘I’ units. The examinations of different units will start on 9th November and end on 22nd November. Will be held. Earlier on Monday (November 15), the results of the admission test of the ‘B’ unit of the Faculty of Social Sciences were released. A total of 23,791 students participated in this test, which is 72.06 percent. Of these, 6,228 candidates have passed. The pass rate is 28 percent. In this unit, the boy got 7.36 marks and the girl got 75.02 marks.

জাবির ৫ ইউনিটের ফল দেখুন এখানে https://juniv-admission.org/ju-admission-result

এর আগে গতকাল সোমবার (১৫ নভেম্বর) সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭৯১ জন শিক্ষার্থী, যা ৬২ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ। এই ইউনিটে ৭৭ দশমিক ৩৬ নম্বর পেয়ে ছেলে এবং ৭৫ দশমিক ০২ নম্বর পেয়ে মেয়ে প্রথম হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group