বিশ্ববিদ্যালয় ভর্তিরেজাল্ট

গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন ২০২১

গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন ২০২১ GST admission test results Rescrutiny re-examination application 2021 গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন আগামীকাল রোববার (৭ নভেম্বর) থেকে শুরু হবে। শিক্ষার্থীরা দুই হাজার টাকা ফি পরিশোধের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।

শনিবার (৬ নভেম্বর) গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময়সীমা ৭ নভেম্বর দুপুর ১২ টা হতে ১১ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা। পুন:নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণ
১। আবেদনের সময়সীমাঃ ০৭/১১/২০২১ তারিখ দুপুর ১২.০০ টা হতে ১১/১১/২০২১ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত।
২। আবেদন ফিঃ ২০০০ টাকা। উল্লেখ্য যে, পুনঃনিরীক্ষণ শেষে শুধুমাত্র ফলাফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেয়া হবে।
৩। পুন:নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে।

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময়সীমা ও আবেদন ফি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আজ রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২ হাজার টাকা দিয়ে আবেদন করা যাবে।

তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী সমুদয় টাকা ফেরত পাবেন। এই আবেদন চলবে আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গুচ্ছ ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে আরও বলা হয়, পুনঃনিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

এর আগে গতকাল শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জানান, ফল পুনর্নিরীক্ষার আবেদন ফি ২ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দুই/তিনদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্তভাবে জানানো হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট থেকেই শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group