৭ কলেজপরীক্ষা

সাত কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা

রোববার (১৪ নভেম্বর) সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্র ও সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।
সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা এবং সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন।

On Sunday (November 14) at Government Kabi Nazrul College Center and Government Titumir College Center, regular students were tested on the question papers of irregular students. Students of Government Bangla College at Government Titumir College Center and students of Begum Badrunnessa Women’s College at Government Poet Nazrul College Center have appeared for the examination.

খোঁজ নিয়ে জানা গেছে, অনিয়মিত শিক্ষার্থীদের ক বিভাগে ১২টি থেকে ১০টি, খ বিভাগে ছয়টি থেকে তিনটি এবং গ বিভাগে পাঁচটি থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হয়। তবে নিয়মিত শিক্ষার্থীদের মোট ছয়টি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয়।

তবে গতকাল রোববার সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র ও কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রেই নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার হলে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। তবে বাকি কলেজ কেন্দ্রগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নে নিয়মিত শিক্ষার্থীদের এবং অনিয়মিতদের প্রশ্নে অনিয়মিতদের পরীক্ষা নেওয়া হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে সরকারি বাঙলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফাজ উদ্দিন বলেন, প্রশ্ন দেখেই আমরা দায়িত্বরত শিক্ষককে বলেছিলাম, আমাদের প্রশ্ন কাঠামো এটা নয়। প্রশ্ন পরিবর্তন করে দিতে বললে তিনি বলেন আমাদের কাছে এই প্রশ্নই এসেছে। এই প্রশ্নেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এখন আমাদের ফলাফল খারাপ হলে এর দায়ভার কে নেবে?

জানতে চাইলে সরকারি বাঙলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাবরিনা ইসরাত বলেন, আমরা বিভাগ থেকে ইতোমধ্যে দরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ফরোয়ার্ড করে দিয়েছি। পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রহিমা আরজু বলেন, আমাদের শিক্ষার্থীদের দুর্ভাগ্য যে নিয়মিত শিক্ষার্থী হয়েও কবি নজরুল কলেজে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছে। এটার সুরাহা হওয়া উচিত। আমি গতকাল বিষয়টি জানার পরপরই যাতে শিক্ষার্থীদের ফলাফল কোনো সমস্যা না হয় সেজন্য কলেজ অধ্যক্ষকে মাধ্যম করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত দিতে বলেছি শিক্ষার্থীদের।

বিষয়টি স্বীকার করে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, পরীক্ষার প্রথমে শিক্ষার্থীরা প্রশ্নপত্র নিয়ে অভিযোগ করে নাই। পরীক্ষা শেষ হওয়ার পর বলেছেন। আমরা বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group