শিক্ষা খবরশিক্ষা নিউজ

যেভাবে মাদরাসায় ইবতেদায়ি স্তারের ক্লাস হবে

যেভাবে মাদরাসায় ইবতেদায়ি স্তারের ক্লাস হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইবতেদায়ি মাদরাসা ও দাখিল মাদরাসার ইবতেদায়ি পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। ইবতেদায়ি মাদরাসা ও দাখিল-আলিম মাদরাসার ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।ইবতেদায়ি পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে।

এ রুটিন অনুসারে মাদরাসার সংযুক্ত ইবতেদায়ি স্তর এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শ্রেণি কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হলো। রুটিন অনুসারে মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। সকাল ৯টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং দুপুরে ১২টা ২০ থেকে বিকেল ৪টা ১৫ পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে।

This is how I te Dayi layer classes will be held in the madrasa. Classes have started for the students of government primary schools, kindergartens, ibtedayi madrasas, and idle madrasas at the ibtedayi level. The Directorate of Madrasa Education has published the class routines of the ibtedayi level students of Ibtedayi Madrasa and Daad-Alim Madrasa. The Directorate of Madrasa Education has published the class routine of the students at the Ibtedayi level.
The department said.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group