শিক্ষা খবরশিক্ষা নিউজ

নতুন শিক্ষাক্রমে পাইলটিংএ ৭০ শিক্ষার্থী সর্বোচ্চ এক শাখায়

নতুন শিক্ষাক্রমে পাইলটিংএ ৭০ শিক্ষার্থী সর্বোচ্চ এক শাখায়।মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পাইলটিং চলছে। ৫১ মাধ্যমিক স্কুলসহ মোট ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু করা হয়েছে। নতুন শিক্ষাক্রমের পাইলটিংয়ে ষষ্ঠ শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৭০ জন শিক্ষার্থী রাখতে পারবে স্কুলগুলো। পাইলটিং পরিচালনায় এক শাখায় ৭০ জনের বেশি শিক্ষার্থী রাখা যাবে না।এ পাইলটিং বা ট্রাইআউট পরিচালনায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়াও পাইলটিংয়ের জন্য নির্বাচিত স্কুলগুলোকে ছয় দফা নির্দেশনা দেয়া হয়েছে। মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির পাইলটিংয়ে এসব নির্দেশনা মানতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।

ষষ্ঠ শ্রেণির পাইলটিং করার জন্য নির্দেশনায় অধিদপ্তর বলছে, গত ১ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি, ২০২১’ এর আলোকে ষষ্ঠ শ্রেণির জন্য উন্নয়ন করা শিখন-শেখানো সামগ্রীর উপযোগিতা যাচাই (ট্রাইআউট বা পাইলটিং) কার্যক্রম পরিচালনার জন্য ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি, ২০২১’-এর আলোকে ষষ্ঠ শ্রেণির জন্য উন্নয়ন করা শিখন-শেখানো সামগ্রীর উপযোগিতা যাচাই (ট্রাইআউট বা পাইলটিং) কার্যক্রম পরিচালনায় এসব নির্দেশনা মানতে হবে।

ট্রাইআউট কার্যক্রমের জন্য ষষ্ঠ শ্রেণির নির্ধারিত শাখায় শিক্ষার্থী সংখ্যা ৭০ এর বেশি রাখা যাবে না। ট্রাইআউট কার্যক্রমের জন্য শিখন ঘণ্টা, সাপ্তাহিক ছুটি, জাতীয় দিবস পালন, শ্রেণিকক্ষের বাইরে শিখন কার্যক্রম ইত্যাদি বিষয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুসরণ করতে হবে। নির্বাচিত প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির নির্ধারিত শাখায় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম নতুন শিক্ষাক্রম অনুসারে সম্পন্ন করতে হবে।মাধ্যমিক পর্যায়ের ৫১টি স্কুল, ৯টি মাদরাসা এবং দুইটি কারিগরির শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণিতে নতুন কারিকুলাম পাইলটিং চলছে।

In the new education, 70 students in piloting are in a maximum of one discipline. New curriculum piloting is going on in the sixth grade of secondary level. Piloting of the new curriculum has been started in a total of 62 educational institutions, including 51 secondary schools. In the piloting of the new curriculum, schools can have a maximum of 70 students in a branch of the sixth grade. Not more than 70 students can be placed in one branch to conduct pilots. The Department of Secondary and Higher Education has issued this instruction to the selected educational institutions to conduct this piloting or tri-out. In addition, six-point instructions have been issued to selected schools for piloting. Educational institutions will have to follow these instructions in the sixth grade of secondary level piloting.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group