ভর্তি তথ্যশিক্ষা খবর

একাদশে ভর্তি আবেদন শুরু ২৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপে

একাদশে ভর্তি আবেদন শুরু ২৬ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে।বিভিন্ন কলেজ মাদরাসায় একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির জন্য তিন ধাপে অনলাইন আবেদন গ্রহণ করা হলেও ৪৩ হাজারের বেশি শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির মনোনয়ন পাননি। কলেজ না পাওয়া এ ৪৩ হাজার শিক্ষার্থীকে চতুর্থ ধাপে অনলাইনে ফের ভর্তির আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপের অনলাইন আবেদন শুরু হবে। আর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে কলেজ ভর্তির আবেদন করতে পারবেন মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা। আগামী ১ মার্চ চতুর্থ ধাপের অনলাইন আবেদনের ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে অনলাইনে ভর্তির আবেদন নেয়া হবে। ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২৮ ফেব্রুয়ারি এ ধাপের আবেদন বাছাই করা হবে। ১ মার্চ রাত আটটায় চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে। ২ মার্চ থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চায়ন ও কলেজ ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে সিলেকশন পাননি,

ভর্তির মনোনয়ন পেলেও ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি এবং ২০২১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা চতুর্থধাপে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করতে পারবেন। মঙ্গলবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে(http://www.xiclassadmission.gov.bd) অনুসারে আবেদন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে দশটি আবেদন করতে হবে।

The application for admission to 11th began on February 26 in the fourth phase. Although online applications were accepted in three phases for admission of class XI students in various college madrasas, more than 43,000 students did not get admission nominations in any college. These 43,000 students who did not get the college are being given the opportunity to apply for admission online in the fourth phase. The fourth phase of online applications will begin on February 26. And till February 27, students who have not been nominated can apply for college admission on the central website of admission in class XI. The result of the fourth phase of the online application will be published on March 1.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group