ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

সরকারি মেডিকেলে পড়ার সুযোগ ১৮৮৫ ছেলে ও মেয়ে ২৩৪৫ জন পেয়েছেন

সরকারি মেডিকেলে পড়ার সুযোগ ১৮৮৫ ছেলে ও মেয়ে ২৩৪৫ জন পেয়েছেন।২০২১-২০২২ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছেলে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। আর মেয়েদের মধ্যে ২ হাজার ৩৪৫ জন সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন।আজ মঙ্গলবার দুপুরে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ফল পাওয়া যাচ্ছে।

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।গত বছর সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মােট ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৩৯ দশমিক ৮৬ শতাংশ। (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে।

175 boys and 2345 people got the opportunity to study in government medical. The results of MBBS admission test for 2021-2022 have been published. A total of 69,338 people have passed it. The pass rate is 55.13 percent. Among the passers, 1,065 boys have got the opportunity to study in government medical. Among the girls, 2,345 have got the opportunity to study in government medical schools. The results were announced by Health Minister Zahid Malek on Tuesday afternoon. The results are available on the Department of Health Education Admissions website (https://result.dghs.gov.bd/).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group