শিক্ষা খবরশিক্ষা নিউজ

২২ ফেব্রুয়ারি নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

২২ ফেব্রুয়ারি নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে সব বর্ষের সশরীরে ক্লাস শুরু। আজ রোববার উপাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তবে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক সভা ব্যতিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না। সকলকে আবশ্যিকভাবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক সভা ব্যতিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না।সকলকে টিকা সনদ সাথে রাখার জন্য আহ্বান জানানো হলো।

এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত বিষয়ে অবহিতকরণপূর্বক তার আওতাধীন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ।সরকারি ঘোষণায় পরিপ্রেক্ষিতে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের ১ম বর্ষ স্নাতকসহ (সম্মান) সকল বর্ষের ক্লাস আগামী ২২/০২/২০২২ তারিখ মঙ্গলবার থেকে স্ব-স্ব বিভাগের রুটিন অনুযায়ী সশরীরে চালু হবে। সকল বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে এবং সশরীরে পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিভাগসমূহ পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।

Classes at Nazrul University began on February 22. At The National Kavi Kazi Nazrul Islam University, classes will start in person for all the years from February 22. This was stated in a notification signed by the VC on Sunday. However, except for classes, exams, official meetings, no such event can be organized on the university campus. Everyone must follow proper hygiene. Apart from classes, examinations, official meetings, no such event can be organized on the university campus. Everyone is urged to carry the vaccination certificate with them.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group