শিক্ষা নিউজ

নতুন বই পেয়ে খুশি বাংলাদেশ এর শিক্ষার্থীরা

করোনাভাইরাসের কারণে এবছর বই উৎসব হচ্ছে না। সারাদেশের স্কুলগুলোতে নেই উৎসবের আয়োজন। তবে নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মত। শনিবার (০১ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে একাধিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে। বই হাতে পাওয়ার পর বারবার উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেয়া, বইগুলো পরম যত্নে ছোট্ট দু’হাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।চলতি বছরে চার কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর মধ্যে তিন কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ১২ দিনের মধ্যে কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ১ থেকে ৩ জানুয়ারি, সপ্তম শ্রেণিতে ৪ থেকে ৬ জানুয়ারি, অষ্টম শ্রেণিতে ৮ থেকে ১০ জানুয়ারি এবং নবম শ্রেণিতে ১১ থেকে ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া নতুন বই হাতে পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বলে, নতুন বই বারবার দেখতে ইচ্ছে করে।

ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, করোনার কারণে পাঠ্যপুস্তক উৎসব বাতিল হওয়ায় স্কুলমাঠে থাকছে না শিক্ষার্থীদের চিরাচরিত ভিড়। থাকছেন না স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যরা। শিক্ষকরাই বিতরণ করছেন বই। এর আগে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

This year’s book festival is not taking place due to coronavirus. There is no festival in schools across the country. However, the excitement of the children and students after getting the new book is eye-catching. On Saturday (January 1), after 10 am, several schools were visited. After receiving the book, the students look at it again and again, smell the new book, hold the books in their small hands with utmost care and express their happiness. Being done. It has been asked to complete the activities within 12 days.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group