শিক্ষা খবরশিক্ষা নিউজ

নতুন শিক্ষাক্রমে পাইলটিংয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ছুটি দুই দিন

নতুন শিক্ষাক্রমে পাইলটিংয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ছুটি দুই দিন।নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের জন্য পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সব শিক্ষা প্রাতষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে সকাল ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এনসিটিবি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত করা হয় পাইলটিং শুরু হওয়া দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে।

In the new curriculum, there are two days off for the sixth graders of piloting. Under the piloting program to implement the new curriculum, students of class VI in 62 educational institutions of the country will take two days off in a week. However, the concerned institutions will continue to leave the students of all other classes as before. This was stated by Professor Mashiuzzaman, Member (Curriculum) of the National Curriculum and Curriculum Board (NCTB), at the inauguration of the piloting program for the new curriculum on Tuesday (February 22).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group