শিক্ষা খবরশিক্ষা নিউজ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি থেকে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি থেকে।আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সশরীরে ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।নোটিশে বলা হয়, করোনা সংক্রমণ কমে যাওয়ায় ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। করোনার নতুন ধরন ওমিক্রণ শনাক্ত হওয়ার পর প্রায় ১ মাস বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সিদ্ধান্ত হয় ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার। পরে এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।তিনি বলেন, দ্বিতীয় ডোজ যারা নেবেন না তারা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করবেন।

বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় টিকার ব্যবস্থা করবে। ১২ বছরের নিচে যারা আছে, তাদের জন্য টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।এর আগে, গতকাল শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু হবে বলে জানান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০ জানুয়ারি থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। দুই দফায় বাড়ানো হয় ছুটি। শুরুতে ৬ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন ঠিক থাকলেও পরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

In-person classes at Dhaka University of Engineering and Technology will start on February 22. In-person classes will begin at Dhaka University of Engineering and Technology (DUET) from February 22. This information was given in a notice signed by the registrar of the university, Prof. Dr. Himanshu Bhowmik. According to the notice, due to the decrease in corona infection, the normal educational activities of all the departments and institutes of the university will start from Tuesday, February 22 in accordance with hygiene.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group