শিক্ষা নিউজ

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়:পুরস্কার

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়:পুরস্কার Recent General Knowledge Subject: Awards
আপকামিং প্রিলি পরিক্ষায় কমন পড়ার চান্স খুব বেশি।

১.বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন – ড্যামন গ্যালগাট ( দক্ষিণ আফ্রিকা) উপন্যাস :দি প্রমিস
২.ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন -ডেভিড ডিওপ ( ফ্রান্স)
উপন্যাস” At Night All Blood is Black”
৩. পুলিৎজার পুরস্কার দেয়া হয়- সাংবাদিকতায়
৪. স্বাধীনতা পুরস্কার২০২১ পেয়েছেন- ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
(* বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল)
৪. উইমেন অফ দা ডিকেড” পুরস্কারে ভূষিত হয়েছেন – স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী
৫. কান চলচ্চিত্র উৎসব ২০২১ এর জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশী চলচ্চিত্র- রেহেনা মরিয়ম নূর (পরিচালক :আব্দুল্লাহ মোহাম্মদ সাদ)

৬. বাংলা একাডেমি পুরস্কার ২০২১-
৭. একুশে পদক ২০২১ পেয়েছেন- ২১জন ব্যক্তি
৮. বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০২১- ২৭ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান
৯.৭৪ তম কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র – তিতান ।পরিচালক :লেন্ডি জোনস (অভিনেতা :লিও কায়া)
১০. র্্যমন ম্যাগসেসে পুরস্কার ২০২১ জয়ী বাংলাদেশি ১২ তম নারী: ডক্টর ফেরদৌসী কাদরী।
১১. উনিশতম গান্ধী শান্তি পুরস্কার২০২০ পেয়েছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১২. ৯৩ তম অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র :নোম্যাডল্যান্ড, (পরিচালক :কলিও ঝাও) (ছবি :দা ফাদার -অভিনেতা অ্যান্থনি হপকিন্স)

১৪. কিড অফ দ্যা ইয়ার ২০২১ জিতেছেন :মার্কিন কিশোরী গীতাঞ্জলি রাও
১৫. SDG প্রগ্রেস আওয়ার্ড ২০২১ পেয়েছেন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(SDSN কর্তৃক)
১৬. নোবেল পুরস্কার ২০২১: ১৩ জন ব্যক্তি (একজন নারী)
সাহিত্যে: আব্দুল রাজাক গুর্না (তানজানিয়া) প্যারাডাইস উপন্যাসের জন্য।
১৭.অর্থনীতিতে: ডেবিট কার্ড,জোশুয়া ডি এ্যঙরিস্ট, গুইডো ডব্লিউ ইমবেন্স
১৮.শান্তিতে: মারিয়া রেসা (ফিলিপাইন )ও দিমিত্রি মুরাতভ (রাশিয়া)
মত প্রকাশের স্বাধীনতার জন্য।
১৯.চিকিৎসায় নোবেল পেয়েছেন :ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাটাপুটিয়ান
২০. শান্তিতে নোবেলজয়ী ২০২০:ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম (WFP)

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group