উপবৃত্তি নিউজজাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রী বৃত্তি 2023 | স্নাতক ডিগ্রী উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট 2023

ডিগ্রী বৃত্তি 2023 | জাতীয় বিশ্ববিদ্যালয় এর স্নাতক ডিগ্রী উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট 2022 নিম্নে দেয়া হল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২০২০ সালের স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন আজ ২৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত আজকের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিলো।

পরবর্তী সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: তারিখ রবিবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২০২০ সালের স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন।

ডিগ্রী বৃত্তি 2023 | স্নাতক ডিগ্রী উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপবৃত্তি আবেদন / প্রদান সংক্রান্ত নোটিশ 2023

স্নাতক ডিগ্রী উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট 2022

অনলাইনে আবেদন যেভাবে চেক করবেনঃ
নির্ধারিত website-এ ( http://estipend.pmeat.gov.bd/#/ ) যেয়ে শিক্ষার্থীর সাইন ইন অপশনে ডিগ্রির রেজিষ্ট্রেশন ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
অথবা,
গুগল প্লে স্টোর থেকে “ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম” (https://play.google.com/store/apps/details?id=com.synesisIt.pmeat) এ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন অতঃপর ডিগ্রির রেজিষ্ট্রেশন ও পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারবেন।

উপবৃত্তির আপডেট স্নাতক ডিগ্রি(২০১৮-১৯,২০১৭-১৮,২০১৬-১৭ শিক্ষাবর্ষ)

ধাপ ১ঃ http://estipend.pmeat.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে “নিবন্ধন” ট্যাবে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
ধাপ ২ঃ পরবর্তী ধাপে পাসওয়ার্ড সেট করুন।(যেকোনো ৬ ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন)
ধাপ ৩ঃ পাসওয়ার্ড সেট হয়ে গেলে শিক্ষার্থী সাইন ইন/”প্রবেশ করুন” ট্যাবে রেজিষ্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যাবহার করে লগইন করুন।
ধাপ ৪ঃ লগ ইন করার পরে শিক্ষার্থী তার ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং “আবেদন করুন” এ ক্লিক করে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ধাপ ৫ঃ “আবেদন করুন” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন সম্পাদন করুন। শিক্ষার্থীরা উপবৃত্ত ফর্মটি পূরণ করুন এবং “সংরক্ষণ করুন চালিয়ে যান” বাটনে ক্লিক করুন এবং ট্যাব অনুসারে নির্দেশ অনুসরণ করুন।
ধাপ ৬ঃ ট্যাব নির্দেশ শেষ হওয়ার পরে, শিক্ষার্থী হ্যাঁ বাছাই করবেন (সর্তকতা, একবার এপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না)। পৃষ্ঠাটি ড্যাশবোর্ডে পুনঃনির্দেশিত হবে সেখানে ব্যবহারকারী আপ্লিকেশন উপস্থিতি দেখতে পাবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group